ETV Bharat / state

Weather Forecast : নিম্নচাপের ভ্রুকুটি, তিন-চার দিন রাস্তায় বেরোলেই সঙ্গী ছাতা

অন্ধ্র ও ওড়িশা উপকূলে নিম্নচাপ ৷ আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ?

Weatherain forecast
বৃষ্টিপাতের পূর্বাভাস
author img

By

Published : Jul 14, 2021, 6:54 AM IST

কলকাতা, 14 জুলাই : আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ৷ আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে । তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আগামিকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷

আরও পড়ুন : 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে উপর তৈরি হয়েছে নিম্নচাপ । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে । এই নিম্নচাপের জেরে আগামী তিন-চার দিন রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে । আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে । রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ 92 শতাংশ ।

কলকাতা, 14 জুলাই : আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ৷ আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে । তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আগামিকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷

আরও পড়ুন : 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে উপর তৈরি হয়েছে নিম্নচাপ । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে । এই নিম্নচাপের জেরে আগামী তিন-চার দিন রাজ্যের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে । আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে । রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ 92 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.