কলকাতা, 22 এপ্রিল : কলকাতার আকাশে মেঘের দেখা মিললেও ঝড়-বৃষ্টি বেপাত্তা। মহানগরবাসীর অপেক্ষাই সার। অথচ কুড়ি থেকে বাইশ এপ্রিল পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে রয়েছে, কলকাতা বঞ্চিত হবে না-বলে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছিল (West Bengal Weather Update)। সেই মত বৃহস্পতিবার দিনভর আকাশে মেঘ রৌদ্র খেলা করলেও ঝড়-বৃষ্টির দেখা মেলেনি ৷ ফলে আশার আলো দেখালেও কলকাতার জন্য তা ছিল নিষ্ফলা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড়-বৃষ্টির সতর্কতার তালিকায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের নাম ছিল। শুধুমাত্র কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যায় ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি (27.7 ডিগ্রি)। শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা 86 শতাংশ হওয়ায় মেঘলা আকাশ হলেও গরমের অস্বস্তি থাকবেই। তাই কলকাতাবাসীর জন্য প্রাপ্তি বৃষ্টির পূর্বাভাস এবং গরমের অস্বস্তি থাকছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর ।
আরও পড়ুন : তীব্র দাবদাহে সুস্থ থাকতে ভরসা রাখুন সঠিক ডায়েটে
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবে ৷ হিমালয়ের পার্বত্য অঞ্চলে শুক্রবারও ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। সিকিম-সহ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি হবে। তাই দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় রোদ্দুর ও মেঘের খেলা ছাপিয়ে বৃষ্টির প্রত্যাশার দিন গোনা থেকেই যাচ্ছে। তবে উত্তরে ধারাস্নান অব্যাহত।