কলকাতা, 26 মার্চ: নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার জেরে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। গত দু'দিন তাপমাত্রার পারদ চড়ার কথা হাওয়া অফিস বললেও সেইসঙ্গে আজ রবিবার থেকে ঝড়-বৃষ্টির কথাও বলেছিল। সেইমতো ফের বাংলার আকাশে দুর্যোগের ভ্রুকুটি। গ্রীষ্মের শুরুতে ঝড়-বৃষ্টি গত কয়েকবছরে হয়নি। গতবছরই বাংলা প্রথম কালবৈশাখী পেয়েছিল এপ্রিল মাসের শেষ দিনে। অথচ চলতি গ্রীষ্মের প্রথম সপ্তাহে কালবৈশাখী দেখা গিয়েছে। গত 15 মার্চ থেকে ঝড়-বৃষ্টির নিয়মিত ধাক্কায় পারদ সেভাবে মাথাচাড়া দিতে পারেনি। দিন চারেক আগেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 8 ডিগ্রির নীচে অবস্থান করেছে (West Bengal Weather Forecast)।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ শুভেন্দু কর্মকার জানিয়েছেন, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার ফলে আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গ সতর্কতা বলতে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আগামী দু'দিন ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার ও সেইসঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন: চৈত্র নবরাত্রির কোন রাশি উন্নতির শিখরে, জানুন রাশিফলে
কলকাতায় আগামী 24 ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 34 ও 26 ডিগ্রির কাছাকাছি থাকবে। শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90 শতাংশ। বৃষ্টিপাত হয়নি। রাজ্যে তাপমাত্রার যে তালিকা পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে শনিবার বাঁকুড়া এবং পুরুলিয়াতে তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি ও 35.3 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান ছিল উষ্ণতম, 36 ডিগ্রি সেলসিয়াস।আজ রবিবার দিনেরবেলা আকাশ আংশিক মেঘলা ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে।