কলকাতা, 2 এপ্রিল: নিম্নচাপ অক্ষরেখার জেরে যে বৃষ্টি তা গতকাল অর্থাৎ, শনিবার পর্যন্ত চলেছে। সেইসঙ্গে বঙ্গজুড়ে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বয়েছে দমকা হাওয়া। তবে রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। শুধুমাত্র দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আবহাওয়া ফের শুষ্ক। উত্তরবঙ্গে আগামী দু'দিন একইরকম আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
গতকাল কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা রবিবারও রয়েছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার মধ্যে তিনটি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল বলে জানিয়েছিলেন আবহবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেখানে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কলকাতার ক্ষেত্রে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে গত কয়েকদিনের তুলনায় রবিবার থেকে কলকাতার আবহাওয়ার সার্বিক উন্নতি হবে। সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। সবমিলিয়ে গত কয়েকদিন ধরে চৈত্রের মাঝামাঝি সময়ে বর্ষাকালের যে আবহ পাওয়া যাচ্ছিল; রবিবার বেলা বাড়ার সঙ্গে তা আর পাওয়া যাবে না। সোমবার থেকে বেশ ভালো গরমই অনুভূত হবে। শনিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 8 ডিগ্রি কম।
আরও পড়ুন: ছুটির দিন কেমন কাটবে জানুন রাশিফলে
সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকলেও তার প্রভাব খুব একটা ছিল না। তবে এই বৃষ্টির জেরে আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ। গত 24 ঘণ্টায় বঙ্গে সাড়ে আট মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে।