কলকাতা, 17 জুলাই: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে । তবে দক্ষিণবঙ্গকে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি নিয়েই খুশি থাকতে হবে ৷ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। উপকূলের জেলাগুলিতে অবশ্য কিছুটা হলেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বৃষ্টি মাথাব্যাথার কারণ দাঁড়িয়েছে প্রশাসনের কাছে ৷ প্রবল বৃষ্টির সম্ভাবনা কমলেও চিন্তা বাড়াচ্ছে নদীগুলোর জলস্তর বেড়ে যাওয়া। ইতিমধ্যেই সবকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। আজ সেচমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। নবান্ন থেকে খোঁজ-খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন: হিমাচল-উত্তরাখণ্ড-সহ 4 রাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা
উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করেছে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ তার মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে দিনভর বৃষ্টি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নাড়নাউল, সিদ্ধি, ডালটনগঞ্জ হয়ে হলদিয়ার উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। যার জেরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখে অগ্রসর হবে বলে জানা গিয়েছে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার ওপর অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত।
মোটের উপর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায় । তবে দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। দিনের আকাশ মূলত মেঘলা। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আরও পড়ুন: হিমাচল-উত্তরাখণ্ড-সহ 4 রাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা
তাপমাত্রার পরিসংখ্যানে বলছে, রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভিবিকের চেয়ে সামান্য বেশি। । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 22 মিলিমিটার। সোমবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।