কলকাতা, 14 এপ্রিল : তাপমাত্রার পারদ কমিয়ে আজ কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা । ফলে, বছরের প্রথম দিনে স্বস্তি পেতে পারেন শহরবাসী । পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাসহ উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর ।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে । তবে, বাকি জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম ।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে । পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবারও সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ ও ওড়িশা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ফলে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে । পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সঙ্গে সমুদ্র থেকে আসা গরম বাতাস সংস্পর্শে এসে মেঘ তৈরি করছে । তাই রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে । এছাড়াও সিকিম ও উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা উপকূল উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে । ফলে চলতি সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।