কলকাতা, 8 অগস্ট : আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে মৌসুমী অক্ষরেখা থাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান পুরুলিয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে।
এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস থেকেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এই বজ্রগর্ভ মেঘ থেকেই আগামী 24 ঘণ্টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
কলকাতায় আজ আকাশ মেঘলা রয়েছে। গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমেছে কলকাতা শহরে । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর ও শহরতলিতে।
আরও পড়ুন : Tragic death : পশ্চিম মেদিনীপুরে টানা বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি।
সোমবারের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। 10 তারিখ থেকে উত্তরবঙ্গের ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবারের পর থেকে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।