কলকাতা, 21 জুন : আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা । রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও আকাশ মেঘলা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির প্রভাব কম থাকলেও আগামিকাল দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সর্তকতা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷
রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা । ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা । এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করছে । সেই সঙ্গে মৌসুমী বায়ুও সক্রিয় থাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে ৷ তার জেরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 97 শতাংশ ।
গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 13.8 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে হাওয়া অফিস সূত্রের খবর ।
আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও দুই 24 পরগনা ৷
আরও পড়ুন : Weather Forecast : কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সর্তকতা