কলকাতা, 18 মে : জৈষ্ঠ্যের দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ রোদের প্রখর তাপে নাভিশ্বাস উঠেছে দক্ষিণবঙ্গবাসীর ৷ অস্বস্তিকর গরমে গলদগর্ম দশা তাঁদের ৷ এই পরিস্থিতিতে চাতক পাখির মতো এক পশলা বৃষ্টির দিকে তাকিয়ে তাঁরা ৷ তবে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে চলতি সপ্তাহে অস্বস্তিদায়ক গরমের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পাশাপাশি ,পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামী 23 তারিখ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার চার থেকে পাঁচ দিন পর বোঝা যাবে নিম্নচাপের রূপ কি হতে চলেছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনই বলা সম্ভব নয় এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’’
আরও পড়ুন : আজ নয়, আগামীকালই হবে শুনানি; আগের নির্দেশই বহাল হাইকোর্টের
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রির কাছাকাছি ৷ তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে।