কলকাতা, 17 মে : পল্লবীকে হত্যার অভিযোগ ওড়ালেন ঐন্দ্রিলা । পল্লবী মৃত্যু রহস্য নিয়ে তাঁর কোনও যোগাযোগ নেই বলেই দাবি করলেন তিনি (Oindrila accused Pallavi of murder) । মঙ্গলবার তিনি জানান, বছর দুয়েক ধরে সেভাবে পল্লবীর সঙ্গে যোগাযোগ ছিল না তাঁর । পল্লবীর আর দশটা বন্ধুর মতোই সে একজন ৷ পল্লবী ফোন বা মেসেজ করলেই কথা হত । এছাড়া আর কোনও যোগাযোগ ছিল না । তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও অশান্তিও ছিল না ৷ সাধারণত নিজেদের কাজ নিয়েই কথা হত ৷ কিন্তু কোনও দিন পল্লবী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেনি ।
এদিন তিনি জানান, যাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজ খবরই তিনি রাখতেন না, সেখানে তাঁর পয়সা নেওয়ার বিষয়টাই আসতে পারে না । সম্প্রতি একটি পার্টিতে সাগ্নিক ও পল্লবীর সঙ্গে তাঁর দেখা হয়ে যায় । তাঁরা একসঙ্গে সেখানে যাননি বলেই দাবি ঐন্দ্রিলার ৷ পাশাপাশি পল্লবীর পরিবারের অভিযোগ ছিল, পল্লবী তাঁর ফ্ল্যাটে না-থাকলে ঐন্দ্রিলা ও সাগ্নিক একসঙ্গে থাকতেন ৷ সেই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে ঐন্দ্রিলা ৷
আরও পড়ুন : Mysterious death of Actress Pallavi Dey : অভিনেত্রী পল্লবীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া
তাঁর দাবি, এই ধরনের অভিযোগ করার আগে পল্লবীর ফ্ল্যাটের নিচে কর্তব্যরত সিকিউরিটির থেকে যাচাই করে নেওয়া উচিত ছিল । একই পাড়ার বাসিন্দা তাঁরা । পল্লবী ছাড়া সাগ্নিকের সঙ্গে কোনওরকম যোগাযোগ তাঁর কোনওদিনই ছিল না । তিনি পল্লবীর পরিবারের এহেন অভিযোগে যথেষ্টই মর্মাহত বলেই উল্লেখ করেন ।
প্রসঙ্গত সোমবার কলকাতার গরফা থানায় সাগ্নিক-সহ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে পল্লবীর পরিবার । যে কয়েকজনকে দোষী হিসাবে অভিযুক্ত করা হয় তাদের মধ্যে ঐন্দ্রিলা অন্যতম । হাওড়ার জগাছা থানা এলাকার বাসিন্দা ঐন্দ্রিলা এখন কীসের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পল্লবীকে খুন করার অভিযোগ উঠল সেটা নিয়ে যথেষ্টই সন্দিহান ।