ETV Bharat / state

মহমেডানকে আই লিগের প্রথম ডিভিশনে নিয়ে যাওয়াই লক্ষ্য : ইয়ান ল - kolkata news

লকডাউনের পরবর্তী সময়ে প্রথমবার ফুটবল গড়াবে সবুজ ঘাসে । আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলতে নামার আগে নিজেদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে মহমেডানের ফুটবলারদের মধ্যে । কোচ ইয়ান ল সেই পরিবর্তনের কথা নিজেও মানছেন । তাই নিজেদের তৈরি করার পাশাপাশি আই লিগের মূলপর্বে জায়গা করে নেওয়ার কথা বারবার বলছেন ইয়ান ল।

kolkata news
kolkata news
author img

By

Published : Sep 18, 2020, 10:00 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : ছয় বছর পরে আই লিগে জায়গা করে নেওয়ার সুযোগ মহমেডানের সামনে । স্বাভাবিকভাবেই সুযোগ কাজে লাগানোর মরিয়া মনোভাব সাদাকালো শিবিরে । চলতি মরসুমে শক্তিশালী দল গড়েছে মহমেডান কর্তারা । কোচ ইয়ান ল-এর অধীনে উইলিস প্লাজা,কিংসলে, তীর্থঙ্কর এখন কড়া অনুশীলনে ডুবিয়ে রেখেছেন । দ্বিতীয় ডিভিশন আই লিগের সূচি ঘোষণা হতেই অংশগ্রহণকারী পাঁচটি দল তাঁদের লক্ষ্য স্থির করে ফেলেছে।

কোচ ইয়ান ল বলছেন তাঁরা লক্ষ্য স্থির করে ফেলেছেন । "আমাদের প্রথম লক্ষ্য আই লিগের মূলপর্বে জায়গা করে নেওয়া । আমাদের দল ভালো, শক্তিশালী । অনেক দিন পরে এমন দল গড়া সম্ভব হয়েছে । আমাদের ধারনা রয়েছে প্রতিযোগিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে । তবে মহমেডান যথেষ্ট তৈরি যে কোনও চ্যালেঞ্জ নেওয়ার জন্য", বলেছেন ইয়ান ল ।

আই লিগের কোচেদের ভিড়ে সবচেয়ে কম বয়সী কোচ কলকাতার বালিগঞ্জের এই তরুণ । নিজের দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে সাদাকালো শিবিরের চাণক্য বলেছেন তাঁরা গত তিন সপ্তাহ ধরে কল্যানীতে শিবির করছেন । দলের প্রতিটি সদস্য প্রচণ্ড পরিশ্রম করছেন নিজেদের প্রমাণ করার জন্য । দলের মানসিক জোর বাড়ানোর দিকে কোচ স্বয়ং জোর দিচ্ছেন । কারণ কোরোনা ভাইরাসের ফলে নিউ নর্মাল লাইফে ফুটবলকে নতুন ভাবে সাজাতে হচ্ছে ।

লকডাউনের পরবর্তী সময়ে প্রথমবার ফুটবল গড়াবে সবুজ ঘাসে । আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলতে নামার আগে নিজেদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে মহমেডানের ফুটবলারদের মধ্যে । কোচ ইয়ান ল সেই পরিবর্তনের কথা নিজেও মানছেন । তাই নিজেদের তৈরি করার পাশাপাশি আই লিগের মূলপর্বে জায়গা করে নেওয়ার কথা বারবার বলছেন ইয়ান ল।

কলকাতা, 18 সেপ্টেম্বর : ছয় বছর পরে আই লিগে জায়গা করে নেওয়ার সুযোগ মহমেডানের সামনে । স্বাভাবিকভাবেই সুযোগ কাজে লাগানোর মরিয়া মনোভাব সাদাকালো শিবিরে । চলতি মরসুমে শক্তিশালী দল গড়েছে মহমেডান কর্তারা । কোচ ইয়ান ল-এর অধীনে উইলিস প্লাজা,কিংসলে, তীর্থঙ্কর এখন কড়া অনুশীলনে ডুবিয়ে রেখেছেন । দ্বিতীয় ডিভিশন আই লিগের সূচি ঘোষণা হতেই অংশগ্রহণকারী পাঁচটি দল তাঁদের লক্ষ্য স্থির করে ফেলেছে।

কোচ ইয়ান ল বলছেন তাঁরা লক্ষ্য স্থির করে ফেলেছেন । "আমাদের প্রথম লক্ষ্য আই লিগের মূলপর্বে জায়গা করে নেওয়া । আমাদের দল ভালো, শক্তিশালী । অনেক দিন পরে এমন দল গড়া সম্ভব হয়েছে । আমাদের ধারনা রয়েছে প্রতিযোগিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে । তবে মহমেডান যথেষ্ট তৈরি যে কোনও চ্যালেঞ্জ নেওয়ার জন্য", বলেছেন ইয়ান ল ।

আই লিগের কোচেদের ভিড়ে সবচেয়ে কম বয়সী কোচ কলকাতার বালিগঞ্জের এই তরুণ । নিজের দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে সাদাকালো শিবিরের চাণক্য বলেছেন তাঁরা গত তিন সপ্তাহ ধরে কল্যানীতে শিবির করছেন । দলের প্রতিটি সদস্য প্রচণ্ড পরিশ্রম করছেন নিজেদের প্রমাণ করার জন্য । দলের মানসিক জোর বাড়ানোর দিকে কোচ স্বয়ং জোর দিচ্ছেন । কারণ কোরোনা ভাইরাসের ফলে নিউ নর্মাল লাইফে ফুটবলকে নতুন ভাবে সাজাতে হচ্ছে ।

লকডাউনের পরবর্তী সময়ে প্রথমবার ফুটবল গড়াবে সবুজ ঘাসে । আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলতে নামার আগে নিজেদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে মহমেডানের ফুটবলারদের মধ্যে । কোচ ইয়ান ল সেই পরিবর্তনের কথা নিজেও মানছেন । তাই নিজেদের তৈরি করার পাশাপাশি আই লিগের মূলপর্বে জায়গা করে নেওয়ার কথা বারবার বলছেন ইয়ান ল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.