কলকাতা, 2 জানুয়ারি : ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মেল বন্ধন ঘটতে চলেছে প্রযুক্তির । এবার ট্রামে চড়ে ঘুরতে ঘুরতেই বিনা পয়সায় নেট সার্ফ করতে পারবে যাত্রীরা । রাজ্য পরিবহন নিগমের উদ্যোগে এবার থেকে ট্রামেই মিলবে ওয়াইফাই পরিষেবা । গতকাল থেকে শুরু হয়েছে এই পরিষেবা ।
একসময় বিলুপ্তপ্রায় ট্রামকার ধীরে ধীরে আবার ফিরছে স্বমহিমায় । যেমন বেড়েছে যাত্রী সংখ্যা, তেমনই বেড়েছে অল্পবয়সিদের ভিড় । তাই এবার তাদের কথা মাথায় রেখে ট্রাম যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলার জন্য ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশনের উদ্যোগে প্রতিটি এসি ট্রামে এই পরিষেবা চালু করা হচ্ছে । প্রথম মাসটিতে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হবে এবং চাহিদা বাড়লে পরে নন এসি ট্রামগুলিতেও চালু করা হবে এই ব্যবস্থা ।
ডাবল্ডুবিটিসির ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "নবীনদের আবার ট্রামের প্রতি অকৃষ্ট করতে আমাদের এই অভিনব উদ্যোগ । এর ফলে যেমন ট্রাম জনপ্রিয়তা পাবে তেমনই স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠবে যাত্রাপথ ।"
আরও পড়ুন : এবার আসছে "ট্রাম ওয়ার্ল্ড কলকাতা"
এসি ট্রামগুলিতে যে ওয়াইফাই থাকছে সেগুলি দ্বারা একই সময়ে 30 জন পরিষেবা ব্যবহার করতে পারবে এবং প্রতি ব্যবহারকারী পাবে প্রায় 1 এমবিপিএস স্পিড।
ট্রামের ওয়াইফাই ব্যবহার করার জন্য প্রয়োজন পড়বে:
- নেটওয়ার্কের নাম- ডাবল্ডুবিটিসি ট্রাম
- পাসওয়ার্ড- ডাবল্ডুবিটিসি1234
ওয়াইফাই-তে কানেক্ট করার পদ্ধতি:
- নিজের স্মার্ট ফোনের সেটিংস অপশনে যেতে হবে ।
- সেটিংস-এ গিয়ে গো টু ওয়াইফাই সেকশনে যেতে হবে ।
- নেটওয়ার্ক তালিকায় নেটওয়ার্কের নামটি স্ক্যান হয়ে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
- নামটি (ডাবল্ডুবিটিসি ট্রাম)ভেসে উঠলে তার উপর ক্লিক করে কানেক্ট করতে হবে ।
- পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটি (ডাবল্ডুবিটিসি1234) দিতে হবে ।
বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করার জন্য দিতে হবে না বাড়তি ভাড়া । এসি ট্রামের জন্য যে ভাড়া ধার্য সেই পরিমাণ টাকাই দিতে হবে ।