ETV Bharat / state

লঞ্চে চড়ে প্রতিমা নিরঞ্জন দেখার ব্যবস্থা করল WBTC

তবে এই বছর কোরোনা অবহে দুর্গা পুজোতেও নিউ নর্মালের ছোঁয়া তেমনই নিরঞ্জনের ক্ষেত্রে আসতে চলছে বিভিন্ন নিয়ম । তাই ভিড় এড়িয়ে একেবারে গঙ্গায় ভাসতে ভাসতে প্রতিমা নিরঞ্জন দেখার সুযোগ করে দিলো পরিবহন নিগম । এম ভি বাতাসীতে চড়ে গঙ্গায় ভাসতে ভাসতে দেখা যাবে প্রতিমা নিরঞ্জন ।

durga
durga
author img

By

Published : Oct 21, 2020, 10:35 PM IST

কলকাতা, 21 অক্টোবর: দশমীর দিন লঞ্চে চড়ে গঙ্গাবক্ষে প্রতিমা নিরঞ্জন দেখার ব্যবস্থা করল ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। এম ভি বাতাসী লঞ্চে চড়ে দেখা যাবে প্রতিমা নিরঞ্জন ।

পুজো শেষ হয়েও যেন হয় না শেষ। প্রতি বছর পুজোর চারটে দিন যেমন বেরিয়ে পড়েন ঠাকুর দেখতে বিজয়া দশমীর দিনও গঙ্গার ঘটগুলিতে প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় করেন দর্শনার্থীরা । কলকাতায় ভিড় হয় বাবুঘাটে, বাঁজা কদমতলা ঘাটে, মিলেনিয়াম জেটি ঘাটে, বাগবাজার ঘাট সহ আরও অন্যান্য ঘটগুলিতে ।

তবে এই বছর কোরোনা অবহে দুর্গা পুজোতেও নিউ নর্মালের ছোঁয়া তেমনই নিরঞ্জনের ক্ষেত্রে আসতে চলছে বিভিন্ন নিয়ম । তাই ভিড় এড়িয়ে একেবারে গঙ্গায় ভাসতে ভাসতে প্রতিমা নিরঞ্জন দেখার সুযোগ করে দিলো পরিবহন নিগম । এম ভি বাতাসীতে চড়ে গঙ্গায় ভাসতে ভাসতে দেখা যাবে প্রতিমা নিরঞ্জন ।

26 অক্টোবর বিকেল 5টা 30 সময় মিলিনিয়াম জেটি থেকে লঞ্চটি ছাড়বে । রাত 9.30 পর্যন্ত ঘুরিয়ে দেখানো হবে নিরঞ্জন । এটি একটি ডবল ডেকার ভেসেল ।

পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন যে,"যাঁরা প্যাণ্ডেলে ঘুরে প্রতিমা দর্শন করতে ভালোবাসেন এবছর সামাজিক দূরত্ব ও কোভিডের কারণে সেই আনন্দে ভাটা পড়েছে । তাই এবার একটু অন্যরকমভাবে এবছরের প্রতিমা নিরঞ্জন দেখার ব্যবস্থা করার চেষ্টা করেছি আমরা । যাত্রাপথেই পরিবেশন করা হবে রাতের খাবার ।"

তবে সমস্ত স্বাথ্যবিধি মেনেই যাত্রীদের প্রবেশ করতে হবে ভেসেলে। ভেসেলে প্রবেশ করার আগে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। মাস্ক পরা বাধ্যতামূলক । অনলাইনে আগাম টিকিট বুক করা যাবে www.wbtc.co.in এই ওয়েবসাইটে । অথবা CTC ট্রাম টার্মিনাসের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে । এছাড়ও এসপ্লানাডের L-20 বাস স্ট্যান্ড থেকে টিকিট সংগ্রহ করা যাবে । টিকিটের দাম মাথাপিছু 1400 টাকা ধার্য করা হয়েছে । এর মধ্যেই থাকছে খাবারের খরচও ।

কলকাতা, 21 অক্টোবর: দশমীর দিন লঞ্চে চড়ে গঙ্গাবক্ষে প্রতিমা নিরঞ্জন দেখার ব্যবস্থা করল ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। এম ভি বাতাসী লঞ্চে চড়ে দেখা যাবে প্রতিমা নিরঞ্জন ।

পুজো শেষ হয়েও যেন হয় না শেষ। প্রতি বছর পুজোর চারটে দিন যেমন বেরিয়ে পড়েন ঠাকুর দেখতে বিজয়া দশমীর দিনও গঙ্গার ঘটগুলিতে প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় করেন দর্শনার্থীরা । কলকাতায় ভিড় হয় বাবুঘাটে, বাঁজা কদমতলা ঘাটে, মিলেনিয়াম জেটি ঘাটে, বাগবাজার ঘাট সহ আরও অন্যান্য ঘটগুলিতে ।

তবে এই বছর কোরোনা অবহে দুর্গা পুজোতেও নিউ নর্মালের ছোঁয়া তেমনই নিরঞ্জনের ক্ষেত্রে আসতে চলছে বিভিন্ন নিয়ম । তাই ভিড় এড়িয়ে একেবারে গঙ্গায় ভাসতে ভাসতে প্রতিমা নিরঞ্জন দেখার সুযোগ করে দিলো পরিবহন নিগম । এম ভি বাতাসীতে চড়ে গঙ্গায় ভাসতে ভাসতে দেখা যাবে প্রতিমা নিরঞ্জন ।

26 অক্টোবর বিকেল 5টা 30 সময় মিলিনিয়াম জেটি থেকে লঞ্চটি ছাড়বে । রাত 9.30 পর্যন্ত ঘুরিয়ে দেখানো হবে নিরঞ্জন । এটি একটি ডবল ডেকার ভেসেল ।

পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন যে,"যাঁরা প্যাণ্ডেলে ঘুরে প্রতিমা দর্শন করতে ভালোবাসেন এবছর সামাজিক দূরত্ব ও কোভিডের কারণে সেই আনন্দে ভাটা পড়েছে । তাই এবার একটু অন্যরকমভাবে এবছরের প্রতিমা নিরঞ্জন দেখার ব্যবস্থা করার চেষ্টা করেছি আমরা । যাত্রাপথেই পরিবেশন করা হবে রাতের খাবার ।"

তবে সমস্ত স্বাথ্যবিধি মেনেই যাত্রীদের প্রবেশ করতে হবে ভেসেলে। ভেসেলে প্রবেশ করার আগে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। মাস্ক পরা বাধ্যতামূলক । অনলাইনে আগাম টিকিট বুক করা যাবে www.wbtc.co.in এই ওয়েবসাইটে । অথবা CTC ট্রাম টার্মিনাসের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে । এছাড়ও এসপ্লানাডের L-20 বাস স্ট্যান্ড থেকে টিকিট সংগ্রহ করা যাবে । টিকিটের দাম মাথাপিছু 1400 টাকা ধার্য করা হয়েছে । এর মধ্যেই থাকছে খাবারের খরচও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.