কলকাতা , 11 অক্টোবর : কোরোনা পরিস্থিতিতেই এর আগে পুজো কমিটিগুলিকে খোলা প্যান্ডেলে পুজো করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে , পুজোর সময় সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে সবাই নির্বিঘ্নে ঠাকুর দর্শন করতে পারে তার জন্য প্রতিবারের মতো এবারেও পরিবহন দপ্তর থেকে বিশেষ আয়োজন করা হচ্ছে । পুজোর দিনগুলিতে রাতে বাস চালাবে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। বেসরকারি বাস সংগঠনগুলিও রাতে পরিষেবা দেবে বলে জানিয়েছে । এবারের পূজা পরিক্রমার বুকলেটটি আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে বলে জানা গেছে ।
ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) এক আধিকারিক বলেন , "দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রতিবারের মতো এই বছরেও বাড়তি বাস চালানো হবে । পাশাপাশি যাতায়াতে যাতে কোনওরকম সমস্যা না হয় , তাই সারারাত বাসের পরিষেবা থাকবে । " তিনি আরও বলেন , "এই বছর উত্তর ও দক্ষিণ কলকাতা ও সল্টলেক মিলিয়ে বেশ কয়েকটি নাম করা পুজো পরিক্রমার রুট তৈরি করা হচ্ছে । "
সিটি সাবার্বান বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন , "পুজোর চারটে দিন সাধারণ মানুষের সুবিধার্থে আমরা সারা রাত বাস পরিষেবা দেওয়ার কথা পরিবহন দপ্তরকে জানিয়ে দিয়েছি । এছাড়াও পুজোর সময় যেসব রুটে যাত্রী চাহিদা থাকবে ও যেসব রুটে নাম করা পুজোগুলি পড়ছে , সেইসব রুটে বাড়তি বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।"
পুজোতে বাস চলবে সারারাত, বাড়ছে সংখ্যাও
পুজোর দিনগুলিতে রাতে বাস চালাবে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। বেসরকারি বাস সংগঠনগুলিও রাতে পরিষেবা দেবে বলে জানিয়েছে । পাশাপাশি , দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রতিবারের মতো এই বছরেও বাড়তি বাস চালানো হবে ।
কলকাতা , 11 অক্টোবর : কোরোনা পরিস্থিতিতেই এর আগে পুজো কমিটিগুলিকে খোলা প্যান্ডেলে পুজো করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে , পুজোর সময় সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে সবাই নির্বিঘ্নে ঠাকুর দর্শন করতে পারে তার জন্য প্রতিবারের মতো এবারেও পরিবহন দপ্তর থেকে বিশেষ আয়োজন করা হচ্ছে । পুজোর দিনগুলিতে রাতে বাস চালাবে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। বেসরকারি বাস সংগঠনগুলিও রাতে পরিষেবা দেবে বলে জানিয়েছে । এবারের পূজা পরিক্রমার বুকলেটটি আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে বলে জানা গেছে ।
ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) এক আধিকারিক বলেন , "দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রতিবারের মতো এই বছরেও বাড়তি বাস চালানো হবে । পাশাপাশি যাতায়াতে যাতে কোনওরকম সমস্যা না হয় , তাই সারারাত বাসের পরিষেবা থাকবে । " তিনি আরও বলেন , "এই বছর উত্তর ও দক্ষিণ কলকাতা ও সল্টলেক মিলিয়ে বেশ কয়েকটি নাম করা পুজো পরিক্রমার রুট তৈরি করা হচ্ছে । "
সিটি সাবার্বান বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন , "পুজোর চারটে দিন সাধারণ মানুষের সুবিধার্থে আমরা সারা রাত বাস পরিষেবা দেওয়ার কথা পরিবহন দপ্তরকে জানিয়ে দিয়েছি । এছাড়াও পুজোর সময় যেসব রুটে যাত্রী চাহিদা থাকবে ও যেসব রুটে নাম করা পুজোগুলি পড়ছে , সেইসব রুটে বাড়তি বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।"