ETV Bharat / state

Reward for Citizen: নিষিদ্ধ বাজির হদিশে 500 টাকা পুরস্কার, ঘোষণা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

নিষিদ্ধ বাজির হদিশ (Ban Crackers Information) দিতে পারলেই 500 টাকা পুরস্কার (Reward for Citizen) ৷ দূষণ রোধে বিশেষ উদ্যোগ নিতে চলেছে রাজ্য ৷ পরিবেশ অ্যাপে রয়েছে সমস্ত তথ্য ৷

WBPCB to reward with cash of 500 for ban crackers information
WBPCB to reward with cash of 500 for ban crackers information
author img

By

Published : Oct 20, 2022, 12:39 PM IST

Updated : Oct 20, 2022, 12:47 PM IST

কলকাতা, 20 অক্টোবর: নিষিদ্ধ আতশবাজি তৈরি এবং বিক্রির বিষয়ে তথ্য দিতে পারলেই নগদ 500 টাকা পুরস্কার (WBPCB to reward with cash of 500) ! কালীপুজো, ছটপুজোর আগে এমনই বিশেষ উদ্যোগ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের । মূলত, ক্ষতিকর বাজি ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে নাগরিকদের সচেতনতা ও উৎসাহ বাড়াতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ।

রাজ্য পরিবেশ দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (WBPCB) যৌথ উদ্যোগে ইতিমধ্যে এই ক্যাম্পেনের প্রচার চলছে রাজ্য জুড়ে । প্লে স্টোর থেকে পরিবেশ অ্যাপ ডাউনলোড করে অথবা টোল-ফ্রি নম্বর 18003453390-এ কল করে তথ্য দিতে পারবে যে কেউ । তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে এবং নগদ পুরস্কার ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে (Reward for Citizen) ৷ এমনটাই জানা গিয়েছে পরিবেশ দফতর সূত্রে । কিন্তু অভিযোগকারী বা তথ্য প্রদানকারী ব্যক্তিকে সঠিক তথ্য দিতে হবে (Ban Crackers Information) ।

রাজ্যের পরিবেশমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "কালীপুজোর সময় নিষিদ্ধ আতশবাজি যাতে উৎপাদিত না হয় বা না ফাটে, তা নিশ্চিত করার জন্য সজাগ থাকবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশ প্রশাসন ৷ পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদের নজরদারিতে আরও শক্তি জোগাবে । তাই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

পরিবেশ দফতরের আধিকারিক বলেন, "সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশাবলী অনুসারে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সবুজ আতশবাজির আমদানি, ক্রয়, বিক্রয়, মজুত এবং ব্যবহার অনুমোদিত । তার বাইরে নিষিদ্ধ বাজি ক্রয় বিক্রয় ও মজুতের বিরুদ্ধে অভিযান ও নজরদারি চলবে ।" ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন প্রচার ও সচেতনতা শিবির করা হচ্ছে । কালীপুজোতে কন্ট্রোল রুমও খোলা হবে খবর । পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুম দীপাবলিতে খোলা থাকবে 24 ও 25 অক্টোবর সন্ধ্যায় । টেলিফোন নম্বর: 18003453390 (টোল ফ্রি),033- 23353913, 033-23358212 ৷

আরও পড়ুন: রবীন্দ্র সরোবরে রোয়িং শুরুর আগে বোট নামিয়ে চলল দূষণ পরীক্ষা

সবুজ আতশবাজি ব্যবহারের অনুমোদিত সময়সীমা হল -দীপাবলি উৎসবের দিন সন্ধ্যা 8টা থেকে রাত 10টা পর্যন্ত, 2 ঘণ্টার জন্য । ছট পুজোয় সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 2 ঘণ্টার জন্য । বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভরাম্ভে রাত 11.55 থেকে 12.30 পর্যন্ত, 35 মিনিটের জন্য ।

কলকাতা, 20 অক্টোবর: নিষিদ্ধ আতশবাজি তৈরি এবং বিক্রির বিষয়ে তথ্য দিতে পারলেই নগদ 500 টাকা পুরস্কার (WBPCB to reward with cash of 500) ! কালীপুজো, ছটপুজোর আগে এমনই বিশেষ উদ্যোগ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের । মূলত, ক্ষতিকর বাজি ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে নাগরিকদের সচেতনতা ও উৎসাহ বাড়াতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ।

রাজ্য পরিবেশ দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (WBPCB) যৌথ উদ্যোগে ইতিমধ্যে এই ক্যাম্পেনের প্রচার চলছে রাজ্য জুড়ে । প্লে স্টোর থেকে পরিবেশ অ্যাপ ডাউনলোড করে অথবা টোল-ফ্রি নম্বর 18003453390-এ কল করে তথ্য দিতে পারবে যে কেউ । তথ্য প্রদানকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে এবং নগদ পুরস্কার ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে (Reward for Citizen) ৷ এমনটাই জানা গিয়েছে পরিবেশ দফতর সূত্রে । কিন্তু অভিযোগকারী বা তথ্য প্রদানকারী ব্যক্তিকে সঠিক তথ্য দিতে হবে (Ban Crackers Information) ।

রাজ্যের পরিবেশমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "কালীপুজোর সময় নিষিদ্ধ আতশবাজি যাতে উৎপাদিত না হয় বা না ফাটে, তা নিশ্চিত করার জন্য সজাগ থাকবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশ প্রশাসন ৷ পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদের নজরদারিতে আরও শক্তি জোগাবে । তাই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

পরিবেশ দফতরের আধিকারিক বলেন, "সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশাবলী অনুসারে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সবুজ আতশবাজির আমদানি, ক্রয়, বিক্রয়, মজুত এবং ব্যবহার অনুমোদিত । তার বাইরে নিষিদ্ধ বাজি ক্রয় বিক্রয় ও মজুতের বিরুদ্ধে অভিযান ও নজরদারি চলবে ।" ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন প্রচার ও সচেতনতা শিবির করা হচ্ছে । কালীপুজোতে কন্ট্রোল রুমও খোলা হবে খবর । পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুম দীপাবলিতে খোলা থাকবে 24 ও 25 অক্টোবর সন্ধ্যায় । টেলিফোন নম্বর: 18003453390 (টোল ফ্রি),033- 23353913, 033-23358212 ৷

আরও পড়ুন: রবীন্দ্র সরোবরে রোয়িং শুরুর আগে বোট নামিয়ে চলল দূষণ পরীক্ষা

সবুজ আতশবাজি ব্যবহারের অনুমোদিত সময়সীমা হল -দীপাবলি উৎসবের দিন সন্ধ্যা 8টা থেকে রাত 10টা পর্যন্ত, 2 ঘণ্টার জন্য । ছট পুজোয় সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 2 ঘণ্টার জন্য । বড়দিন ও ইংরেজি নববর্ষের শুভরাম্ভে রাত 11.55 থেকে 12.30 পর্যন্ত, 35 মিনিটের জন্য ।

Last Updated : Oct 20, 2022, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.