ETV Bharat / state

পরীক্ষাকেন্দ্রে স্যানিটাইজ়ার নিয়ে যাওয়া ও মাস্ক পরা বাধ্য়তামূলক, নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের - corona related news

2,6 এবং 8 জুলাই হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা 15টি পরীক্ষা । পরীক্ষা শুরুর আগে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিয়ে সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য জারি করা হল একাধিক নির্দেশিকা ।

HS
HS
author img

By

Published : Jun 3, 2020, 3:15 PM IST

কলকাতা, 3জুন : 2 জুলাই থেকে শুরু উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা । তার আগে নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । প্রত্যেক পরীক্ষার্থীকে আনতে হবে নিজস্ব হ্যান্ড স্যানিটাইজ়ার, পরতে হবে মাস্কও । শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও একইভাবে মাস্ক এবং গ্লাভস পরেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে । নির্দেশিকায় জানাল সংসদ ।

2,6 এবং 8 জুলাই হবে বাকি থাকা 15টি পরীক্ষা । ইতিমধ্যেই পরীক্ষার সূচি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই তিনদিনে যথাক্রমে 2 লাখ 7 হাজার, 2 লাখ 44 হাজার এবং 2 লাখ 16 হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার ব্যবস্থা করার কথা বারবার বলেছেন । তারইমধ্যে কোরোনা আবহে পরীক্ষা পরিচালনার বিস্তারিত নির্দেশিকা দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

সংসদের তরফে সকল কনভেনার, জয়েন্ট কনভেনার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজ়ার, ইনভিজ়িলেটর ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয় । নির্দেশিকায় উল্লেখ করা হয়, প্রতিটি পরীক্ষার আগের দিন প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের সব ঘর, শৌচাগার ও বেঞ্চ ইত্যাদি জীবাণুমুক্ত করতে হবে । পরীক্ষাকেন্দ্রে উপস্থিত সব শিক্ষক, শিক্ষাকর্মীকে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে । পরীক্ষার্থী বা নিজেদের মধ্যে কথা বলার সময় সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে ।

ইনভিজ়িলেটর ও অন্য ব্যক্তিদের মাস্ক ও গ্লাভস পরে নিজেদের কর্তব্য পালন করতে হবে । প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজ়ার এবং হ্যান্ড-ওয়াশ রাখতে হবে । পরীক্ষাকেন্দ্রের ভিতর শৌচাগার এবং পানীয় জলের জায়গা নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে ।

পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশেও এই নির্দেশিকায় কয়েকটি বিষয়ে বিশেষ জোর দেওয়া হয় । প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই নিজস্ব হ্যান্ড স্যানিটাইজ়ার নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে । তবে স্যানিটাইজ়ারের বোতল স্বচ্ছ হতে হবে । পরীক্ষার্থীদের সঠিক মাস্ক পরে আসতে হবে । পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় ও পরীক্ষা হলে পরীক্ষার্থীদের মধ্যে অন্তত 3 ফুটের দূরত্ব বজায় রাখতে হবে ।

পরীক্ষার্থীদের শুধুমাত্র বোর্ড এবং লেখার সরঞ্জাম নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে । পরীক্ষাকেন্দ্রের ভিতরে ও বাইরে সামাজিক দূরত্ব মানতে হবে । অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের বাইরে জমায়েত করতে দেওয়া যাবে না । অভিভাবকদের নিশ্চিত হতে হবে যে তাঁর সন্তান জ্বর বা অন্য কোনওরকমভাবে অসুস্থ নয় ।

আগের অ্যাডমিট কার্ডেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্তীরা । যদি কোনও কারণে পরীক্ষাকেন্দ্রের পরিবর্তন ঘটে তাহলে সংশ্লিষ্ট স্কুলকে সেই বিষয়ে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে । পাশাপাশি, পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে 24 ঘণ্টার মধ্যে ভেন্যু সুপারভাইজ়ার ও সেন্টার সেক্রেটারিকে উত্তরপত্রগুলি সংসদের অফিসে পাঠিয়ে দেওয়ার উল্লেখও রয়েছে সংসদের নির্দেশিকায় ।

কলকাতা, 3জুন : 2 জুলাই থেকে শুরু উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা । তার আগে নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । প্রত্যেক পরীক্ষার্থীকে আনতে হবে নিজস্ব হ্যান্ড স্যানিটাইজ়ার, পরতে হবে মাস্কও । শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও একইভাবে মাস্ক এবং গ্লাভস পরেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে । নির্দেশিকায় জানাল সংসদ ।

2,6 এবং 8 জুলাই হবে বাকি থাকা 15টি পরীক্ষা । ইতিমধ্যেই পরীক্ষার সূচি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই তিনদিনে যথাক্রমে 2 লাখ 7 হাজার, 2 লাখ 44 হাজার এবং 2 লাখ 16 হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার ব্যবস্থা করার কথা বারবার বলেছেন । তারইমধ্যে কোরোনা আবহে পরীক্ষা পরিচালনার বিস্তারিত নির্দেশিকা দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

সংসদের তরফে সকল কনভেনার, জয়েন্ট কনভেনার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজ়ার, ইনভিজ়িলেটর ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয় । নির্দেশিকায় উল্লেখ করা হয়, প্রতিটি পরীক্ষার আগের দিন প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের সব ঘর, শৌচাগার ও বেঞ্চ ইত্যাদি জীবাণুমুক্ত করতে হবে । পরীক্ষাকেন্দ্রে উপস্থিত সব শিক্ষক, শিক্ষাকর্মীকে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে । পরীক্ষার্থী বা নিজেদের মধ্যে কথা বলার সময় সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে ।

ইনভিজ়িলেটর ও অন্য ব্যক্তিদের মাস্ক ও গ্লাভস পরে নিজেদের কর্তব্য পালন করতে হবে । প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজ়ার এবং হ্যান্ড-ওয়াশ রাখতে হবে । পরীক্ষাকেন্দ্রের ভিতর শৌচাগার এবং পানীয় জলের জায়গা নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে ।

পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশেও এই নির্দেশিকায় কয়েকটি বিষয়ে বিশেষ জোর দেওয়া হয় । প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই নিজস্ব হ্যান্ড স্যানিটাইজ়ার নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে । তবে স্যানিটাইজ়ারের বোতল স্বচ্ছ হতে হবে । পরীক্ষার্থীদের সঠিক মাস্ক পরে আসতে হবে । পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় ও পরীক্ষা হলে পরীক্ষার্থীদের মধ্যে অন্তত 3 ফুটের দূরত্ব বজায় রাখতে হবে ।

পরীক্ষার্থীদের শুধুমাত্র বোর্ড এবং লেখার সরঞ্জাম নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে । পরীক্ষাকেন্দ্রের ভিতরে ও বাইরে সামাজিক দূরত্ব মানতে হবে । অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের বাইরে জমায়েত করতে দেওয়া যাবে না । অভিভাবকদের নিশ্চিত হতে হবে যে তাঁর সন্তান জ্বর বা অন্য কোনওরকমভাবে অসুস্থ নয় ।

আগের অ্যাডমিট কার্ডেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্তীরা । যদি কোনও কারণে পরীক্ষাকেন্দ্রের পরিবর্তন ঘটে তাহলে সংশ্লিষ্ট স্কুলকে সেই বিষয়ে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে । পাশাপাশি, পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে 24 ঘণ্টার মধ্যে ভেন্যু সুপারভাইজ়ার ও সেন্টার সেক্রেটারিকে উত্তরপত্রগুলি সংসদের অফিসে পাঠিয়ে দেওয়ার উল্লেখও রয়েছে সংসদের নির্দেশিকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.