ETV Bharat / state

HS Result 2023: উচ্চমাধ্যমিকে পাশের হার 89.25%, পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

author img

By

Published : May 24, 2023, 12:17 PM IST

Updated : May 24, 2023, 2:07 PM IST

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । আজ বেলা সাড়ে বারোটা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পাবে । 31 মে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে ৷

WBCHSE HS Result 2023
WBCHSE HS Result 2023

কলকাতা, 24 মে: প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল । এ বার উচ্চমাধ্যমিকে পাশের হার 89.25%৷ মেয়েদের পাশের হার 82.26% ৷ আর ছেলেদের পাশের হার 91.86%৷ পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর ৷ আর এই ক্ষেত্রে 10 নম্বরে রয়েছে কলকাতা ৷ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ বার প্রথম দশের মেধাতালিকায় আছে 87 ৷ তার মধ্যে হুগলি থেকে আছে 18 জন ৷ উচ্চমাধ্যমিকে এ বার একক ভাবে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরদার ৷ তার প্রাপ্ত নম্বর 496 ৷ দ্বিতীয় হয়েছে দুজন ৷ বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান ও উত্তর দিনাজপুর প্রমোদ দাশগুপ্ত হাইস্কুলের আবু সামা ৷ তাদের প্রাপ্ত নম্বর 495 ৷ তৃতীয় হয়েছে চারজন ৷ পূর্ব মেদিনীপুর তমলুক হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ বিদ্যালয়ের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালী দাস, দক্ষিণ দিনাজপুরের শ্রেয়া মল্লিক ৷ তাদের প্রাপ্ত নম্বর 494 ৷ কলকাতা থেকে প্রথম হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের সৃজা উপাধ্যায় ৷ মেধালাতিকায় সে সপ্তম স্থানে রয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর 490 ৷

পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন । আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক ৷"

পরীক্ষা শেষ হওয়ার পর 57 দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল ৷ বুধবার ফল প্রকাশ করেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । তার সঙ্গে আছেন সচিব তাপস মুখোপাধ্যায় । আগেই জানানো হয়েছে যে, বেলা সাড়ে বারোটা থেকে সব পরীক্ষার্থী অনলাইনে তাদের ফলাফল দেখতে পাবে । আর 31 তারিখ তারা স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেশ কিছু ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাওয়া যাবে । সেই ওয়েবসাইটগুলি হল- wbresults.nic.in, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.fastresult.in। অন্যদিকে WBCHSE result 2023 অ্যাপ মোবাইল ফোনে বিনামূল্যে ডাউনলোড করেও নিজেদের ফলাফল দেখতে পারবে পরীক্ষার্থীরা । চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসের 13 তারিখ । শেষ হয়েছিল ওই মাসেরই 27 তারিখে । পরীক্ষা হয়েছে প্রায় 60 বিষয়ে ।

  • উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

    আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।

    — Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।

— Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2023 ">

এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ । তার অন্যতম কারণ হল যাঁরা করোনার জন্য মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁরাই এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল । যার ফলে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে । এ বছর প্রথম বড় পরীক্ষায় অংশ নিয়েছে তারা । যার জেরে অধিকাংশ পরীক্ষার্থীর মনে একটা ভয় ছিল ।

এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে 8 লক্ষের বেশি । গত বছরের তুলনায় এই সংখ্যাটা প্রায় এক লক্ষ বেশি । এ বার ছাত্রীর সংখ্যা 1 লক্ষ 27 হাজার বেশি ৷ যা বিভিন্ন প্রকল্পের সুফল বলে জানিয়েছেন সংসদ সভাপতি ৷ এ বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2349 টি । উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তার দিকে নজর দিতে এ বার ব্যবহার করা হয়েছে আরএফডি মেশিন । যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের মোবাইল ফোন নিয়ে প্রবেশ করত, তবে সেই মেশিনের সাহায্যে তাকে ধরতে পারতেন পর্যবেক্ষকরা ।

সামনের বছর 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ বদলাচ্ছে পরীক্ষার সময়ও ৷

আরও পড়ুন: দুপুরেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কোন কোন সাইটে দেখা যাবে জেনে নিন

কলকাতা, 24 মে: প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল । এ বার উচ্চমাধ্যমিকে পাশের হার 89.25%৷ মেয়েদের পাশের হার 82.26% ৷ আর ছেলেদের পাশের হার 91.86%৷ পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর ৷ আর এই ক্ষেত্রে 10 নম্বরে রয়েছে কলকাতা ৷ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এ বার প্রথম দশের মেধাতালিকায় আছে 87 ৷ তার মধ্যে হুগলি থেকে আছে 18 জন ৷ উচ্চমাধ্যমিকে এ বার একক ভাবে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরদার ৷ তার প্রাপ্ত নম্বর 496 ৷ দ্বিতীয় হয়েছে দুজন ৷ বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান ও উত্তর দিনাজপুর প্রমোদ দাশগুপ্ত হাইস্কুলের আবু সামা ৷ তাদের প্রাপ্ত নম্বর 495 ৷ তৃতীয় হয়েছে চারজন ৷ পূর্ব মেদিনীপুর তমলুক হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ বিদ্যালয়ের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালী দাস, দক্ষিণ দিনাজপুরের শ্রেয়া মল্লিক ৷ তাদের প্রাপ্ত নম্বর 494 ৷ কলকাতা থেকে প্রথম হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের সৃজা উপাধ্যায় ৷ মেধালাতিকায় সে সপ্তম স্থানে রয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর 490 ৷

পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন । আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক ৷"

পরীক্ষা শেষ হওয়ার পর 57 দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল ৷ বুধবার ফল প্রকাশ করেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । তার সঙ্গে আছেন সচিব তাপস মুখোপাধ্যায় । আগেই জানানো হয়েছে যে, বেলা সাড়ে বারোটা থেকে সব পরীক্ষার্থী অনলাইনে তাদের ফলাফল দেখতে পাবে । আর 31 তারিখ তারা স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেশ কিছু ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাওয়া যাবে । সেই ওয়েবসাইটগুলি হল- wbresults.nic.in, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.fastresult.in। অন্যদিকে WBCHSE result 2023 অ্যাপ মোবাইল ফোনে বিনামূল্যে ডাউনলোড করেও নিজেদের ফলাফল দেখতে পারবে পরীক্ষার্থীরা । চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসের 13 তারিখ । শেষ হয়েছিল ওই মাসেরই 27 তারিখে । পরীক্ষা হয়েছে প্রায় 60 বিষয়ে ।

  • উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

    আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।

    — Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ । তার অন্যতম কারণ হল যাঁরা করোনার জন্য মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁরাই এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল । যার ফলে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে । এ বছর প্রথম বড় পরীক্ষায় অংশ নিয়েছে তারা । যার জেরে অধিকাংশ পরীক্ষার্থীর মনে একটা ভয় ছিল ।

এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে 8 লক্ষের বেশি । গত বছরের তুলনায় এই সংখ্যাটা প্রায় এক লক্ষ বেশি । এ বার ছাত্রীর সংখ্যা 1 লক্ষ 27 হাজার বেশি ৷ যা বিভিন্ন প্রকল্পের সুফল বলে জানিয়েছেন সংসদ সভাপতি ৷ এ বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2349 টি । উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তার দিকে নজর দিতে এ বার ব্যবহার করা হয়েছে আরএফডি মেশিন । যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের মোবাইল ফোন নিয়ে প্রবেশ করত, তবে সেই মেশিনের সাহায্যে তাকে ধরতে পারতেন পর্যবেক্ষকরা ।

সামনের বছর 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ বদলাচ্ছে পরীক্ষার সময়ও ৷

আরও পড়ুন: দুপুরেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কোন কোন সাইটে দেখা যাবে জেনে নিন

Last Updated : May 24, 2023, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.