কলকাতা, 7 মার্চ: ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা । 14 মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক । করোনা আতঙ্ক কাটিয়ে এবছর ফের পরীক্ষা হবে পুরনো ছন্দে । আগের মতোই অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা । এবার উচ্চমাধ্যমিকে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে । তবে নিরাপত্তার দিক থেকে কোনও ত্রুটি রাখতে চাইছে না সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই চলবে একাদশ শ্রেণির পরীক্ষাও । সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের কোনও শিক্ষক-শিক্ষিকাকে ছুটি দেওয়া হবে না । একান্ত জরুরি প্রয়োজন হলেই ছুটি মিলতে পারে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কর্তৃপক্ষ সেই জরুরি প্রয়োজনের বিচার করবেন । তার ভিত্তিতেই ছুটি দেওয়া হবে (WBCHSE announced Set of Guidelines) ।
উচ্চমাধ্যমিক নিয়ে কী ভাবছে সংসদ ?
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় সকাল 10টায় । বেলা 1টায় পরীক্ষা দিয়ে বের হয় পরীক্ষার্থীরা । আবার বেলা 2টো থেকে শুরু হয় একাদশ শ্রেণির পরীক্ষা । ফলে সেক্ষেত্রেও নির্দেশিকা দিয়েছে সংসদ । যে সমস্ত বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা হচ্ছে, সেখানে এই কয়েকদিনের জন্য অন্যান্য শ্রেণির ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । তাছাড়া যেখানে শুধুমাত্র একাদশ শ্রেণির পরীক্ষা হবে, সেখানে দ্বিতীয় হাফে ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ (Guidelines for Higher Secondary Exam 2023) ।
সংসদের নির্দেশিকা:
এবারের পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 20 দফা নির্দেশিকা জারি করেছিল । সংসদের পক্ষ থেকে বলা হয়েছে এইবারে পরীক্ষার জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার করতে । এই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে । স্পর্শকাতর জায়গাগুলিতে এই ডিটেক্টর ব্যবহার করা হবে ।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার খাতা দেখায় বদল, ফলপ্রকাশ তিন মাসের মাথায়
পরীক্ষা শুরুর পরে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী পরীক্ষার সেন্টার থেকে বাইরে বেরতে পারবেন না । প্রতি পরীক্ষা কেন্দ্রে 2 জন করে ইনভিজিলেটর থাকবেন । এমনকি কোনও ইনভিজিলেটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এলে পদক্ষেপ করা হবে । ভেনু সুপারভাইজারদের আইডি কার্ড দেওয়া হবে । পরীক্ষা শুরুর পর 1 ঘণ্টায় কাউকে পরীক্ষাকেন্দ্রের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না ।