কলকাতা, 24 অগস্ট : আগামী বছরের মাধ্যমিকের সিলেবাস কমানো হল । মধ্যশিক্ষা পর্ষদের তরফে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, 2022 সালে মাধ্যমিকের সিলেবাসে প্রতিটি বিষয় থেকে 30 থেকে 35 শতাংশ বাদ দেওয়া হচ্ছে ৷ করোনাকালে বাতিল হয়েছে এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । আগামী বছরেও পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে । মনে করা হচ্ছে, পরিস্থিতির গভীরতা বিচার করে সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর ।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিকের প্রতিটি বিষয়ে (প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল) পাঠ্যসূচি কমানো হয়েছে ৷ প্রসঙ্গত, এবারেও 30 থেকে 35 শতাংশ সিলেবাস ছোট করার কথা জানানো হয়েছিল । তবে তা বলবৎ হয়নি শেষ পর্যন্ত । কারণ পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি । তবে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া বিষয়ে পর্ষদ কী ভাবছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছরে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি ৷ প্রথমে ঠিক থাকলেও পরে করোনা পরিস্থিতি দেখে ও পরীক্ষার্থী ও সাধারণ মানুষের মতামত নিয়ে বাতিল করা হয় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ৷ তবে এখন রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুজোর পর স্কুল খোলারও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সামনেই আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ৷ এই পর্যায়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ৷ যদি সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়, তাহলে পরের বছর মাধ্যমিক হবে কি না সেই বিষয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে ৷