ETV Bharat / state

WBBSE Reacts on Azad Kashmir: টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' বিতর্কে পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির - মধ্যশিক্ষা পর্ষদ

খতিয়ে দেখে পদক্ষেপ করবে বোর্ড ৷ টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' বিতর্কে এমনই আশ্বাস দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE Reacts on Azad Kashmir)।

WBBSE Reacts on Azad Kashmir ETV Bharat
পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির
author img

By

Published : Jan 17, 2023, 8:04 PM IST

পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির

কলকাতা, 17 জানুয়ারি: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir in Test Paper) লেখা নিয়ে তোলপাড় গোটা রাজ্য ৷ পরিস্থিতি সামাল দিতে এ বার আসরে নামলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE Reacts on Azad Kashmir)। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ৷ সবদিক বিচার বিবেচনা করে এই নিয়ে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ৷

পর্ষদের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর: মধ্যশিক্ষা পর্ষদের 2022-2023 সালের টেস্ট পেপারের 132 নম্বর পাতায় ছাপা একটি প্রশ্নের উত্তর ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ইতিহাস প্রশ্ন ঘিরে বিতর্কের সূত্রপাত । সেই প্রশ্নে ভারতবর্ষের রেখা মানচিত্র চিহ্নিত করার কথা বলা হয়েছে । যে স্থানগুলোর নাম সেখানে লেখা রয়েছে, তার মধ্যে প্রথমেই লেখা রয়েছে আজাদ কাশ্মীর । আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই এই নিয়ে শোরগোল শুরু হয়েছে নানা মহলে ৷

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির: ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ৷ সমগ্র বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তিনি জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে । খোঁজ নিয়ে পর্ষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি (WBBSE President assures action on Azad Kashmir)।

ওয়েবসাইটে সংশোধনী প্রকাশের আশ্বাস: পর্ষদ সভাপতি এও জানান যে, সম্ভবত মালদার ওই স্কুলের ইতিহাসের শিক্ষক কুনারাম মুর্মুর বদলে ওই স্কুলেরই শারীর শিক্ষার শিক্ষক প্রিয়ব্রত মণ্ডল প্রশ্নটি করেছেন । তবে তিনিও ইতিহাস নিয়েই পড়াশোনা করেছেন ৷ তবে ইতিমধ্যেই এই টেস্ট পেপার রাজ্যের সর্বত্র বিলি হয়ে গিয়েছে। ফলে একটি প্রশ্নের জন্য তা ফিরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিলি হওয়া সমস্ত টেস্ট পেপার আবার ফিরিয়ে আনা সম্ভব নয় । যে ত্রুটি হয়েছে সেটা খতিয়ে দেখে পর্ষদের ওয়েবসাইটে সংশোধনী প্রকাশ করা হবে ।"

পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির

কলকাতা, 17 জানুয়ারি: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir in Test Paper) লেখা নিয়ে তোলপাড় গোটা রাজ্য ৷ পরিস্থিতি সামাল দিতে এ বার আসরে নামলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (WBBSE Reacts on Azad Kashmir)। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ৷ সবদিক বিচার বিবেচনা করে এই নিয়ে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ৷

পর্ষদের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর: মধ্যশিক্ষা পর্ষদের 2022-2023 সালের টেস্ট পেপারের 132 নম্বর পাতায় ছাপা একটি প্রশ্নের উত্তর ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ইতিহাস প্রশ্ন ঘিরে বিতর্কের সূত্রপাত । সেই প্রশ্নে ভারতবর্ষের রেখা মানচিত্র চিহ্নিত করার কথা বলা হয়েছে । যে স্থানগুলোর নাম সেখানে লেখা রয়েছে, তার মধ্যে প্রথমেই লেখা রয়েছে আজাদ কাশ্মীর । আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই এই নিয়ে শোরগোল শুরু হয়েছে নানা মহলে ৷

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

পদক্ষেপের আশ্বাস পর্ষদ সভাপতির: ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ৷ সমগ্র বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তিনি জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে । খোঁজ নিয়ে পর্ষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি (WBBSE President assures action on Azad Kashmir)।

ওয়েবসাইটে সংশোধনী প্রকাশের আশ্বাস: পর্ষদ সভাপতি এও জানান যে, সম্ভবত মালদার ওই স্কুলের ইতিহাসের শিক্ষক কুনারাম মুর্মুর বদলে ওই স্কুলেরই শারীর শিক্ষার শিক্ষক প্রিয়ব্রত মণ্ডল প্রশ্নটি করেছেন । তবে তিনিও ইতিহাস নিয়েই পড়াশোনা করেছেন ৷ তবে ইতিমধ্যেই এই টেস্ট পেপার রাজ্যের সর্বত্র বিলি হয়ে গিয়েছে। ফলে একটি প্রশ্নের জন্য তা ফিরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিলি হওয়া সমস্ত টেস্ট পেপার আবার ফিরিয়ে আনা সম্ভব নয় । যে ত্রুটি হয়েছে সেটা খতিয়ে দেখে পর্ষদের ওয়েবসাইটে সংশোধনী প্রকাশ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.