কলকাতা, 11 জুন: আগামী বৃহস্পতিবার অর্থাৎ 15 জুন অবশেষে খুলতে চলছে রাজ্যের সরকারি স্কুলগুলি। তবে স্কুল খোলার আগেই বেশ কিছু নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলের পরিচ্ছন্নতা থেকে মিড ডে মিল নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই পাঠানো হয়েছে জেলার ডিআই অফিসগুলিতে ৷
প্রায় দেড় মাসের উপর বন্ধ রাজ্যের সরকারি স্কুলগুলি। গরমের জন্য জুন মাসের 5 ও 7 তারিখ স্কুল খোলার কথা থাকলেও মুখ্যমন্ত্রী নির্দেশে ছুটি বেড়ে দাঁড়ায় 15 জুন পর্যন্ত। তাই স্কুল খোলার আগেই বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে স্কুল খোলার পর যাতে সকলে যাতে সঠিক পরিমাণ মিড ডে মিল পাওয়া যায় সেদিকে নজর দিতে হবে ৷ তবে এর সঙ্গে সিলেবাস শেষ করা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল পর্ষদ ও শিক্ষকদের মনে। সেই দিকেও নজর দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাস দিয়ে ছুটির ঘাটতি মেটাতে হবে। ক্লাস শেষ হওয়ার পরে অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে হবে। এমনকি যখন টিফিনের সময় চলবে তখনও স্কুলের কাজ ছাড়া কোনও কাজ করতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা। যদি টিফিনের সময়ে কেউ স্কুলের বাইরে যেতে চান তবে প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তাঁকে স্কুলের বাইরে যেতে হবে বলেও নির্দেশ দিয়েছিল পর্ষদ।
আরও পড়ুন: পরপর ছুটিতে স্কুল পড়ুয়ারা, উদ্বেগ বাড়ছে শিক্ষক মহলে
প্রসঙ্গত, সিলেবাস শেষ নিয়ে আগেই ভাবনা চিন্তা করেছিল পর্ষদ। স্কুল শিক্ষা দফতরকে চিঠি দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল যতদিন না পরবর্তী নোটিফিকেশন প্রকাশ করা হবে তার আগে স্কুল খুলবে না। তারপর আবার গরম বাড়ার জন্য নতুন করে ছুটে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 2 মে থেকে স্কুল বন্ধ হয়ে যায়। প্রথমে দিনকয়েক ছুটি ছিল। পরে সেই ছুটি বাড়িয়ে দেওয়া হয়। অবশেষে 15 জুন খুলছে স্কুল।