ETV Bharat / state

মাধ্যমিকে এবার পাশ 100 শতাংশ, সর্বোচ্চ নম্বর পেল 79 জন - Madhyamik Result

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় ফলপ্রকাশ করেন ৷ তিনি জানান, এবছর পরীক্ষার্থী ছিল 10 লাখ 89 হাজার 749 ৷ আর পাশ করেছেন প্রত্যেকেই ৷ তাই এবার পাশের হার 100 শতাংশ ৷ সর্বোচ্চ নম্বর হল 697 ৷ মোট 79 জন এই নম্বর পেয়েছেন ৷

মাধ্যমিক
মাধ্যমিক
author img

By

Published : Jul 20, 2021, 9:22 AM IST

Updated : Jul 20, 2021, 10:24 AM IST

কলকাতা, 20 জুলাই : প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল ৷ তবে এই প্রথম মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হয়নি ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় ফলপ্রকাশ করেন ৷ তিনি জানান, এবার পাশ করেছে 100 শতাংশ ৷ সর্বোচ্চ নম্বর 697 ৷ সকাল 10টার পর থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ৷

করোনা পরিস্থিতিতে এবছর বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষের মতামত নিয়েই এবছর পরীক্ষা বাতিল করা হয়েছিল ৷ কীভাবে পরীক্ষার মূল্যায়ন হবে তাও জানিয়ে দেওয়া হয়েছিল আগেই ৷ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল থেকে পঞ্চাশ শতাংশ করে নিয়ে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দেওয়া ৷ সেই অনুযায়ী, আজ সকাল 9টায় মাধ্যমিকের ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় বলেন, "এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মতামত নিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছিল ৷" সেক্ষেত্রে, সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন, 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল

তিনি জানান, এবছর পরীক্ষার্থী ছিল 10 লাখ 89 হাজার 749 ৷ ছাত্রী পরীক্ষার্থী বেশি ছিল ৷ ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা 4 লক্ষ 65 হাজার 850 এবং ছাত্রী সংখ্যা 6 লক্ষ 13 হাজার 849 জন । আর প্রত্যেকেই এবার পাশ করেছে ৷ আগের বছর যেখানে পাশের হার ছিল 86.34 শতাংশ ৷ সেখানে এবার 100 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন ৷ এবছর সর্বোচ্চ নম্বর হল 697 ৷ মোট 79 জন এই নম্বর পেয়েছেন ৷ তবে রেজ়াল্টে খুশি না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা ৷

আজ সকাল 10 টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে ৷ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম-তারিখ দিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ এদিকে, আজই সকাল 10টা থেকে কোভিড বিধি মেনে পর্ষদের 49টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে।

কলকাতা, 20 জুলাই : প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল ৷ তবে এই প্রথম মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হয়নি ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় ফলপ্রকাশ করেন ৷ তিনি জানান, এবার পাশ করেছে 100 শতাংশ ৷ সর্বোচ্চ নম্বর 697 ৷ সকাল 10টার পর থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ৷

করোনা পরিস্থিতিতে এবছর বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষের মতামত নিয়েই এবছর পরীক্ষা বাতিল করা হয়েছিল ৷ কীভাবে পরীক্ষার মূল্যায়ন হবে তাও জানিয়ে দেওয়া হয়েছিল আগেই ৷ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল থেকে পঞ্চাশ শতাংশ করে নিয়ে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দেওয়া ৷ সেই অনুযায়ী, আজ সকাল 9টায় মাধ্যমিকের ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় বলেন, "এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মতামত নিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছিল ৷" সেক্ষেত্রে, সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন, 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল

তিনি জানান, এবছর পরীক্ষার্থী ছিল 10 লাখ 89 হাজার 749 ৷ ছাত্রী পরীক্ষার্থী বেশি ছিল ৷ ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা 4 লক্ষ 65 হাজার 850 এবং ছাত্রী সংখ্যা 6 লক্ষ 13 হাজার 849 জন । আর প্রত্যেকেই এবার পাশ করেছে ৷ আগের বছর যেখানে পাশের হার ছিল 86.34 শতাংশ ৷ সেখানে এবার 100 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন ৷ এবছর সর্বোচ্চ নম্বর হল 697 ৷ মোট 79 জন এই নম্বর পেয়েছেন ৷ তবে রেজ়াল্টে খুশি না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা ৷

আজ সকাল 10 টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে ৷ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম-তারিখ দিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ এদিকে, আজই সকাল 10টা থেকে কোভিড বিধি মেনে পর্ষদের 49টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে।

Last Updated : Jul 20, 2021, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.