ETV Bharat / state

Municipal Corporation Election : 22 জানুয়ারি চার পৌরনিগমে ভোট, 25-এ গণনা - Elections for four municipal corporations in Bengal on January 22

শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর ও আসানসোল পৌরনিগমে হবে ভোট ৷ 25 জানুয়ারি হবে ভোটগণনা (Elections for four municipal corporations in Bengal on January 22) ৷

election
election
author img

By

Published : Dec 27, 2021, 4:12 PM IST

Updated : Dec 27, 2021, 5:21 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : আগামী 22 জানুয়ারি রাজ্যের চারটি পৌরনিগমে হবে নির্বাচন ৷ ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷ শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর ও আসানসোল পৌরনিগমে হবে ভোট ৷ 25 জানুয়ারি হবে ভোটগণনা ৷ আগামী কাল থেকেই মনোনয়নপত্র জমা ৷ আসানসোলে 106 ওয়ার্ড, শিলিগুড়িতে 47 ওয়ার্ড ও চন্দননগরে 33 ওয়ার্ডে ভোট হবে (Elections for four municipal corporations in Bengal on January 22) ৷

এই ঘোষণার সঙ্গে সঙ্গে আজ থেকেই শুরু হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণবিধি । আগামীকাল থেকে মনোনয়ন জমা শুরু হবে ৷ 3 জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ নিরাপত্তার কারণে চারটি পৌরনিগমের সবকটি বুথে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ ৷ আগামী 28 ডিসেম্বের থেকে 3 জানুয়ারি পর্যন্ত চলবে নমিনেশন জমা দেওয়ার কাজ । 4 জানুয়ারি স্ক্রুটিনি রয়েছে । 28 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া (Municipal Corporation Election) । গতবারের মতো এবারও নির্বাচনে ইভিএমে থাকছে না ভিভিপ্যাট ব্যবস্থা । 1 নভেম্বরে প্রকাশিত ভোটার তালিকা অনুসারেই তৈরি হবে ভোটার লিস্ট । এমনটাই জানানো হয়েছে কমিশন সূত্রে ৷

আরও পড়ুন : Prisoner Missing Case : প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি ! খুঁজে দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার

এদিকে জটিলতা না থাকলে উপরোক্ত চারটি পৌরনিগমের পাশাপাশি 22 জানুয়ারি হাওড়া পৌরনিগমের নির্বাচন ঘোষণা করা হত ৷ তবে আইনি জট না কাটায় হাওড়া পৌরনিগমের নির্বাচন নিয়ে বজায় রইল অনিশ্চয়তা (Elections for Howrah Municipal Corporation still uncertain) ৷ আজ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সাংবাদিক বৈঠকে বলেন, "হাওড়া পৌরনিগম সম্পর্কে নির্বাচন কমিশনকে এখনও কিছু জানায়নি রাজ্য সরকার ৷ যে কারণে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2015-র জুলাইতে হাওড়া পৌরনিগমের সঙ্গে বালি পৌরসভার সংযুক্তিকরণ হয় । এর ফলে বালির 35টি ওয়ার্ড কমে দাঁড়ায় 16টিতে । স্বভাবতই, এই পদক্ষেপে বালি এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন । যার প্রভাব পড়েছিল ভোটের ফলাফলে । 2019-এর লোকসভা ভোটে বালির 16টি ওয়ার্ডের মধ্যে 7টি তে পিছিয়ে ছিল শাসকদল ৷ এরপর আর অপেক্ষা না করে সংশোধনের রাস্তায় হাঁটে তৃণমূল কংগ্রেস ৷ কয়েক মাসের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে হাওড়া ও বালি পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

চলতি বিধানসভার অধিবেশনে হাওড়া পৌরনিগম সংশোধনী বিল পাশ করে রাজ্য সরকার ৷ এই বিলে বালিকে ফের হাওড়া পৌরনিগম থেকে আলাদা করার কথা উল্লেখ করা হয় ৷ এবার বিলটি অনুমোদনের জন্য যায় রাজ্যপালের কাছে ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্য সরকারের কাছ থেকে এই বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চান ৷ কিন্তু বারংবার চাওয়ার পরেও রাজ্যপালকে তথ্য না দেওয়ায় বিলটি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি ৷ যদিও রাজ্য সরকারের দাবি, ওই বিল সংক্রান্ত সব তথ্য রাজ্যপালকে দেওয়া হয়েছে ৷ রাজ্যপাল সই না করায় দ্বিতীয় দফাতেও হাওড়ার ভোট করতে অপারগ কমিশন ৷

কলকাতা, 27 ডিসেম্বর : আগামী 22 জানুয়ারি রাজ্যের চারটি পৌরনিগমে হবে নির্বাচন ৷ ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷ শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর ও আসানসোল পৌরনিগমে হবে ভোট ৷ 25 জানুয়ারি হবে ভোটগণনা ৷ আগামী কাল থেকেই মনোনয়নপত্র জমা ৷ আসানসোলে 106 ওয়ার্ড, শিলিগুড়িতে 47 ওয়ার্ড ও চন্দননগরে 33 ওয়ার্ডে ভোট হবে (Elections for four municipal corporations in Bengal on January 22) ৷

এই ঘোষণার সঙ্গে সঙ্গে আজ থেকেই শুরু হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণবিধি । আগামীকাল থেকে মনোনয়ন জমা শুরু হবে ৷ 3 জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ নিরাপত্তার কারণে চারটি পৌরনিগমের সবকটি বুথে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ ৷ আগামী 28 ডিসেম্বের থেকে 3 জানুয়ারি পর্যন্ত চলবে নমিনেশন জমা দেওয়ার কাজ । 4 জানুয়ারি স্ক্রুটিনি রয়েছে । 28 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া (Municipal Corporation Election) । গতবারের মতো এবারও নির্বাচনে ইভিএমে থাকছে না ভিভিপ্যাট ব্যবস্থা । 1 নভেম্বরে প্রকাশিত ভোটার তালিকা অনুসারেই তৈরি হবে ভোটার লিস্ট । এমনটাই জানানো হয়েছে কমিশন সূত্রে ৷

আরও পড়ুন : Prisoner Missing Case : প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি ! খুঁজে দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার

এদিকে জটিলতা না থাকলে উপরোক্ত চারটি পৌরনিগমের পাশাপাশি 22 জানুয়ারি হাওড়া পৌরনিগমের নির্বাচন ঘোষণা করা হত ৷ তবে আইনি জট না কাটায় হাওড়া পৌরনিগমের নির্বাচন নিয়ে বজায় রইল অনিশ্চয়তা (Elections for Howrah Municipal Corporation still uncertain) ৷ আজ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সাংবাদিক বৈঠকে বলেন, "হাওড়া পৌরনিগম সম্পর্কে নির্বাচন কমিশনকে এখনও কিছু জানায়নি রাজ্য সরকার ৷ যে কারণে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷"

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2015-র জুলাইতে হাওড়া পৌরনিগমের সঙ্গে বালি পৌরসভার সংযুক্তিকরণ হয় । এর ফলে বালির 35টি ওয়ার্ড কমে দাঁড়ায় 16টিতে । স্বভাবতই, এই পদক্ষেপে বালি এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন । যার প্রভাব পড়েছিল ভোটের ফলাফলে । 2019-এর লোকসভা ভোটে বালির 16টি ওয়ার্ডের মধ্যে 7টি তে পিছিয়ে ছিল শাসকদল ৷ এরপর আর অপেক্ষা না করে সংশোধনের রাস্তায় হাঁটে তৃণমূল কংগ্রেস ৷ কয়েক মাসের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে হাওড়া ও বালি পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

চলতি বিধানসভার অধিবেশনে হাওড়া পৌরনিগম সংশোধনী বিল পাশ করে রাজ্য সরকার ৷ এই বিলে বালিকে ফের হাওড়া পৌরনিগম থেকে আলাদা করার কথা উল্লেখ করা হয় ৷ এবার বিলটি অনুমোদনের জন্য যায় রাজ্যপালের কাছে ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্য সরকারের কাছ থেকে এই বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চান ৷ কিন্তু বারংবার চাওয়ার পরেও রাজ্যপালকে তথ্য না দেওয়ায় বিলটি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি ৷ যদিও রাজ্য সরকারের দাবি, ওই বিল সংক্রান্ত সব তথ্য রাজ্যপালকে দেওয়া হয়েছে ৷ রাজ্যপাল সই না করায় দ্বিতীয় দফাতেও হাওড়ার ভোট করতে অপারগ কমিশন ৷

Last Updated : Dec 27, 2021, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.