ETV Bharat / state

State Govt on Private School : প্রয়োজনে অনলাইনে ক্লাস, বেসরকারি স্কুলের দরজা বন্ধের নির্দেশ রাজ্য শিক্ষা দফতরের - State Govt on Private School

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে রাজ্য সরকারের তরফে 2 মে থেকে স্কুলে গরমের ছুটির নির্দেশিকা জারি হওয়া সত্বেও একাধিক বেসরকারি স্কুল অফলাইনেই ক্লাস চালিয়ে গিয়েছে। বিকাশভবনে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে একটি বৈঠকের পরেই বেসরকারি স্কুলগুলিতেও ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় (State Govt on Private School) ।

State Govt on Private School
স্কুলের দরজা বন্ধের নির্দেশ রাজ্য শিক্ষাদফতরের
author img

By

Published : May 6, 2022, 4:36 PM IST

কলকাতা, 6 মে : বৃষ্টি হওয়ার পরে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় কয়েকটি বেসরকারি স্কুল কিছুদিন অনলাইনে ক্লাস চালিয়ে আবার স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। আবার চালু হয় অফলাইনে পঠন-পাঠন। সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও একাধিক বেসরকারি স্কুল চালু ছিল। বিষয়টি নিয়ে বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে স্কুল বন্ধ রেখে প্রয়োজনে অনলাইন ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। এই নিয়ে ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে (State Govt on Private School)।

একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, 2 মে যে নির্দেশিকা প্রকাশ করা হয়, তা সরকারি স্কুলের জন্য ছিল। ইতিপূর্বে বেশ কয়েকবার এরকম হয়েছে, যখন সরকারি স্কুলের ক্ষেত্রে গরমের ছুটির দিন বদল করা হয়েছে ৷ কিন্তু বেসরকারি স্কুলগুলি সেই নির্দেশিকা আওতায় পড়েনি। কারণ সেই নির্দেশিকাতে বেসরকারি স্কুলকে অ্যাড্রেস করে করা হয়নি। যদিও করোনার সময় সরকারি, বেসরকারি সব স্কুলকেই বন্ধ রাখতে বলা হয়েছিল। তখন সরকারি নির্দেশ মেনে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলও বন্ধ করে দেওয়া হয়।

সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, "আবহাওয়ার কিছুটা উন্নতি দেখে গত সোমবার থেকে দ্বিতীয় শ্রেণি থেকে একেবারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য আবার স্কুলে এসে পড়াশোনা শুরু হয়েছে ৷ তবে আজ থেকে আবারও অনলাইনেই পঠনপাঠন শুরু করা হল। যদিও এখনও কোনও সরকারি নির্দেশিকা আমাদের হাতে এসে পৌঁছয়নি।" তিনি আরও বলেন, "তবে বিকাশভবনে বৈঠকের সময় বলা হয়েছে যে সরকারি নির্দেশিকা মেনেই বন্ধ রাখতে হবে স্কুল ৷ প্রয়োজনে পঠন-পাঠন চালিয়ে যাওয়া যাবে অনলাইনে। তাই সেই নির্দেশ মেনে আজ থেকে আমরা আবার অনলাইনে ফিরলাম ৷ তবে স্কুলের ছুটি পড়বে পূর্বনির্ধারিত গরমের ছুটির তারিখ থেকেই।"

আরও পড়ুন : আবারও বন্ধ স্কুল, ফের অন্ধকারে স্কুলবাস-পুলকারের ব্যবসা

সাউথ পয়েন্ট স্কুলের একেবারে ছোট ক্লাস থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গরমের ছুটি পড়বে 14 মে থেকে। পাশাপাশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসগুলির গরমের ছুটি শুরু হবে 28 মে থেকে।

শ্রী শিক্ষায়তন স্কুলের এক অভিভাবক বলেন, "এখনও পর্যন্ত অফলাইনেই পঠন-পাঠন চলছে। আগামী 12 মে একটি পরীক্ষা রয়েছে ৷ সেই পরীক্ষা হয়েই স্কুলের গরমের ছুটি পড়বে। তবে আবার অনলাইনে পঠন-পাঠন শুরু হওয়ার কথা জানিয়ে স্কুলের তরফে এখনও কোনও নোটিশ দেওয়া হয়নি।’’ সরকারি নির্দেশিকা মেনে আবার বহু বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে। তবে অনলাইনে ক্লাস চলছে। আবার এমন অনেক বেসরকারি স্কুল আছে, যারা ছুটি ঘোষণা করেনি ৷

কলকাতা, 6 মে : বৃষ্টি হওয়ার পরে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় কয়েকটি বেসরকারি স্কুল কিছুদিন অনলাইনে ক্লাস চালিয়ে আবার স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। আবার চালু হয় অফলাইনে পঠন-পাঠন। সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও একাধিক বেসরকারি স্কুল চালু ছিল। বিষয়টি নিয়ে বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে স্কুল বন্ধ রেখে প্রয়োজনে অনলাইন ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। এই নিয়ে ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে (State Govt on Private School)।

একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, 2 মে যে নির্দেশিকা প্রকাশ করা হয়, তা সরকারি স্কুলের জন্য ছিল। ইতিপূর্বে বেশ কয়েকবার এরকম হয়েছে, যখন সরকারি স্কুলের ক্ষেত্রে গরমের ছুটির দিন বদল করা হয়েছে ৷ কিন্তু বেসরকারি স্কুলগুলি সেই নির্দেশিকা আওতায় পড়েনি। কারণ সেই নির্দেশিকাতে বেসরকারি স্কুলকে অ্যাড্রেস করে করা হয়নি। যদিও করোনার সময় সরকারি, বেসরকারি সব স্কুলকেই বন্ধ রাখতে বলা হয়েছিল। তখন সরকারি নির্দেশ মেনে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলও বন্ধ করে দেওয়া হয়।

সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, "আবহাওয়ার কিছুটা উন্নতি দেখে গত সোমবার থেকে দ্বিতীয় শ্রেণি থেকে একেবারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য আবার স্কুলে এসে পড়াশোনা শুরু হয়েছে ৷ তবে আজ থেকে আবারও অনলাইনেই পঠনপাঠন শুরু করা হল। যদিও এখনও কোনও সরকারি নির্দেশিকা আমাদের হাতে এসে পৌঁছয়নি।" তিনি আরও বলেন, "তবে বিকাশভবনে বৈঠকের সময় বলা হয়েছে যে সরকারি নির্দেশিকা মেনেই বন্ধ রাখতে হবে স্কুল ৷ প্রয়োজনে পঠন-পাঠন চালিয়ে যাওয়া যাবে অনলাইনে। তাই সেই নির্দেশ মেনে আজ থেকে আমরা আবার অনলাইনে ফিরলাম ৷ তবে স্কুলের ছুটি পড়বে পূর্বনির্ধারিত গরমের ছুটির তারিখ থেকেই।"

আরও পড়ুন : আবারও বন্ধ স্কুল, ফের অন্ধকারে স্কুলবাস-পুলকারের ব্যবসা

সাউথ পয়েন্ট স্কুলের একেবারে ছোট ক্লাস থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গরমের ছুটি পড়বে 14 মে থেকে। পাশাপাশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসগুলির গরমের ছুটি শুরু হবে 28 মে থেকে।

শ্রী শিক্ষায়তন স্কুলের এক অভিভাবক বলেন, "এখনও পর্যন্ত অফলাইনেই পঠন-পাঠন চলছে। আগামী 12 মে একটি পরীক্ষা রয়েছে ৷ সেই পরীক্ষা হয়েই স্কুলের গরমের ছুটি পড়বে। তবে আবার অনলাইনে পঠন-পাঠন শুরু হওয়ার কথা জানিয়ে স্কুলের তরফে এখনও কোনও নোটিশ দেওয়া হয়নি।’’ সরকারি নির্দেশিকা মেনে আবার বহু বেসরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে। তবে অনলাইনে ক্লাস চলছে। আবার এমন অনেক বেসরকারি স্কুল আছে, যারা ছুটি ঘোষণা করেনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.