কলকাতা, 30 এপ্রিল : ভিনরাজ্যে আটকে থাকা এরাজ্যের মানুষদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে আজ আবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধীরা । পাশাপাশি যে ক'দিন তাঁরা সংশ্লিষ্ট রাজ্যে আটকে থাকবেন, সেই ক'দিন যাতে তাঁদের সাহায্য করা যায় সেই দাবিও জানানো হয়েছে চিঠিতে। বিরোধী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী যৌথভাবে কংগ্রেস ও বাম পরিষদীয় দলের পক্ষ থেকে চিঠি লেখেন ।
23 মার্চ নবান্নে সর্বদলীয় বৈঠকে বাম এবং কংগ্রেস উভয়ই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল । ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য সরকারকে আরও বেশি উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল । একমাসের বেশি সময় কেটে গেছে । কিন্তু এখনও রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আটকে থাকা এরাজ্যের মানুষের জন্য কোনওরকম সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ আবদুল মান্নানের । এনিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী আজ চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন ।
বাম পরিষদীয় দলনেতা জানিয়েছেন, এই রাজ্যের যেসব মানুষ লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে রয়েছেন, তাঁরা যথেষ্টই বিপদে রয়েছেন । খাদ্য, অর্থ নেই । মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলা হয়েছে । দেশের বিভিন্ন জায়গায় বহু ছাত্রও আটকে রয়েছেন । এঁদের দ্রুত ফিরিয়ে আনতে হবে রাজ্যে । এই বিষয়ে বিশেষ উদ্যোগ জরুরি রাজ্য সরকারের তরফে । এই রাজ্য থেকে চিকিৎসা এবং ভ্রমণের জন্যও অনেকেই ভিন রাজ্যে গিয়ে ভীষণ অসুবিধায় রয়েছেন । অপরিকল্পিত লকডাউনের জন্য অনেকেই ফিরে আসতে পারেননি ভিন রাজ্য থেকে । আটকে থাকা বহু মানুষ মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে জানিয়েছিলেন তাঁদের যন্ত্রণার কথা । রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে একাধিকবার বিষয়টি জানানো হয়েছে । এঁদের দ্রুত রাজ্যে ফেরাতে হবে । আর দেরি করা ঠিক হবে না ।
এছাড়াও অসংখ্য শ্রমিক দেশের প্রতিটি রাজ্যেই রয়েছেন । সমীক্ষা অনুযায়ী, 64 শতাংশ শ্রমিকই কোনও সরকারি সাহায্য পাননি । এঁদের ফেরানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে বলে দাবি করেছিলেন বিরোধীরা । অথচ সরকারের যথাযথ উদ্যোগ দেখা যাচ্ছে না বলে আজ অভিযোগ করেন মান্নান । বিষয়টিকে তিনি দুর্ভাগ্যজনক বলেছেন ।
নবান্নের সর্বদলীয় বৈঠকে ভিন রাজ্যে আটকে থাকা মানুষদের জন্য নির্দিষ্ট হেল্পলাইন এবং বিশেষ টিম গঠনের দাবি জানিয়েছিল বাম ও কংগ্রেস । রাজ্য সরকারের স্পষ্ট পরিকল্পনা থাকলে শ্রমিক সংগঠনগুলিসহ বিভিন্ন সংস্থা এক্ষেত্রে যথেষ্ট সাহায্য করতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের দুই বিরোধী দলনেতা । আবদুল মান্নান জানিয়েছেন, বেশি দেরি করলে ভিন রাজ্যে আটকে থাকা এরাজ্যের মানুষের জীবনহানিও ঘটতে পারে ।