কলকাতা, 27 সেপ্টেম্বর: কয়েক মাস আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায় ৷ এবার মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া আরও তিন বিধায়কের সদস্যপদ খারিজেরও আবেদন জানান ৷ এবিষয়ে আজ কলকাতা হাইকোর্টে এসে তিনি মামলা করেন ৷ এরপর শুভেন্দু বলেন, "মুকুল রায় দলত্যাগের চারমাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই কারণে আমরা কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছি। মুকুল রায়ের বিধায়ক পদ অবিলম্বে বাতিল করা হোক। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে স্পিকারকে এই ব্যাপারে তিনমাসের মধ্যে জানাতে হবে তাঁর সিদ্ধান্ত। কিন্তু চারমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও স্পিকার এই ব্যাপারে কিছু জানাচ্ছেন না। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হোক অবিলম্বে এবং মুকুল রায়ের সদস্যপদ খারিজ করা হোক ৷ এটাই আমাদের মূল দাবি।"
উল্লেখ্য, মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে চারবার এই নিয়ে দরবার করেছে বিজেপি ৷ কিন্তু স্পিকার এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। প্রসঙ্গত 11 জুন বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে মুকুল রায়ের। তারপর তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করে তৃণমূল।
আরও পড়ুন: ভবানীপুরে প্রিয়াঙ্কা জয়লাভ করলে বিরোধী দলনেতার পদ ছেড়ে দেব, বললেন শুভেন্দু
তারপর থেকেই বিধানসভায় তৃণমূলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মামলা হাইকোর্ট অবধি গড়িয়েছিল। মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মামলা এখনও বিচারাধীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এবার মুকুল রায়-সহ চার বিজেপি বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।