কলকাতা, 26 জানুয়ারি : আজ শহরের তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা। আগামী 24 ঘণ্টায় দার্জিলিঙে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলায় আগামীকাল সোমবার পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী বুধবার ও বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ডিগ্রি কম। গত 24 ঘন্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু' ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 34 শতাংশ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে ঢুকেছে জম্মু-কাশ্মীর উপত্যকায়। এই পশ্চিমী ঝঞ্ঝার দাপটই আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করেছে। মঙ্গলবার ও বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা আছে। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে।