কলকাতা, 2 মার্চ: অ্যাডিনো ভাইরাস (Adenovirus) নিয়ে রাজ্যজুড়ে আতঙ্কের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা হয় রাজ্যে যে একের পর এক শিশু মৃত্যু ঘটছে এর জন্য অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডিনো ভাইরাস দায়ী নয় । বরং বহু ক্ষেত্রে এই মৃত্যুর জন্য দায়ী অপুষ্টি বা অন্যান্য শিশু রোগ ।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবহাওয়া পরিবর্তনের সময় সাধারণত এভাবে শ্বাসযন্ত্রে সংক্রমণ জনিত রোগের বৃদ্ধি ঘটে । এর জন্য দায়ী একাধিক ভাইরাস । তবে রাজ্যে যে অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্তের কথা বলা হচ্ছে, তার প্রভাব ইতিমধ্যেই নিম্নমুখী । নবান্ন বলছে বর্তমানে যে ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে তাতে শুধু শিশু নয়, যে কোনও বয়সের মানুষই আক্রান্ত হতে পারেন । তবে হৃদরোগের সমস্যা, গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের ঝুঁকি এক্ষেত্রে বেশি (Adenovirus in West Bengal) ৷
নবান্নের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, গত এক মাসে, 5 হাজার 213টি অ্যাকিউট রেস্পিরেটরি ইনফেকশনের কেস পাওয়া গিয়েছে । তথ্য অনুযায়ী অ্যাডিনো ভাইরাসের কারণে সরকারি হাসপাতালে 12টি শিশুর মৃত্যু হয়েছে ৷ বর্তমান পরিস্থিতিতে সরকারি পরিকাঠামো নিয়েও একটা পরিসংখ্যান এক্ষেত্রে নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে ।
বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সব দিক থেকে প্রস্তুত রয়েছে । রাজ্যের 121টি হাসপাতালে 5 হাজারটিরও বেশি শয্যা রয়েছে, যেখানে শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণ চিকিৎসার পরিকাঠামো রয়েছে । যেহেতু এক্ষেত্রে সবচেয়ে বেশি শিশুদের আক্রান্ত হওয়ার খবর আসছে, সরকারের তরফ থেকে জানানো হয়েছে শিশুদের চিকিৎসার জন্য 600 জন শিশু বিশেষজ্ঞ রয়েছেন রাজ্যে ।
আরও পড়ুন: কলকাতায় অ্যাডিনো ভাইরাসে কোনও শিশু আক্রান্ত নয়, দাবি অতীনের
একইসঙ্গে জানান হয়েছে, রাজ্যজুড়ে অসুস্থ নবজাতকদের চিকিৎসার জন্য 2476টি শয্যা রয়েছে ৷ রয়েছে 654টি পিআইসিইউ শয্যা এবং 120টি নিকু শয্যা রয়েছে । এখানেই শেষ নয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে শিশু চিকিৎসার জন্য নিকু বেড সর্বত্র বাড়ানো হয়েছে । পরিস্থিতি মোকাবিলায় 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে ।