ETV Bharat / state

ফের মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের - ধনকড় টুইট

রাজ্যের কোনও বিষয়ে তাঁকে জানানো হচ্ছে না বলে অভিযোগ রাজ্যপালের ।

wb governor jagdeep dhankar summons chief secretary and dgp
wb governor jagdeep dhankar summons chief secretary and dgp
author img

By

Published : Dec 8, 2020, 7:33 PM IST

Updated : Dec 8, 2020, 8:37 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : ফের রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ 12 ডিসেম্বরের মধ্যে তাঁদের দেখা করতে বলেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, রাজ্যের কোনও বিষয়ে তাঁকে অবগত করা হচ্ছে না ৷ তাই জনস্বার্থে বাধ্য হয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ডেকেছেন তিনি ৷

টুইটারে রাজ্যপাল লেখেন, "জনস্বার্থে মমতা সরকারের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে 12 ডিসেম্বরের মধ্যে ডেকে পাঠিয়েছি ৷ তাঁরা প্রতিক্রিয়া দেন না ৷ রাজ্যে কী চলছে সেই সম্পর্কে আমাকে আপডেট দিতে ব্যর্থ ৷" লাগাতার তথ্য চেয়েও পাননি বলে অভিযোগ করেছেন তিনি ৷

  • Constrained in public interest to call upon CS @MamataOfficial & DGP @WBPolice to see me not later than Dec 12

    Their continued non responsive stance and failure to update me on affairs of state tantamounts to shredding all canons of governance in accordance with constitution. pic.twitter.com/i3sSkir5Ef

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

12 তারিখের মধ্যে রিপোর্ট সহ রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তাকে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল ৷

কলকাতা, 8 ডিসেম্বর : ফের রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ 12 ডিসেম্বরের মধ্যে তাঁদের দেখা করতে বলেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, রাজ্যের কোনও বিষয়ে তাঁকে অবগত করা হচ্ছে না ৷ তাই জনস্বার্থে বাধ্য হয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ডেকেছেন তিনি ৷

টুইটারে রাজ্যপাল লেখেন, "জনস্বার্থে মমতা সরকারের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে 12 ডিসেম্বরের মধ্যে ডেকে পাঠিয়েছি ৷ তাঁরা প্রতিক্রিয়া দেন না ৷ রাজ্যে কী চলছে সেই সম্পর্কে আমাকে আপডেট দিতে ব্যর্থ ৷" লাগাতার তথ্য চেয়েও পাননি বলে অভিযোগ করেছেন তিনি ৷

  • Constrained in public interest to call upon CS @MamataOfficial & DGP @WBPolice to see me not later than Dec 12

    Their continued non responsive stance and failure to update me on affairs of state tantamounts to shredding all canons of governance in accordance with constitution. pic.twitter.com/i3sSkir5Ef

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

12 তারিখের মধ্যে রিপোর্ট সহ রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তাকে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল ৷

Last Updated : Dec 8, 2020, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.