ETV Bharat / state

Governor on Dengue Situation: ডেঙ্গির বাড়ন্ত ! মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 মাসের বেতন দিলেন রাজ্যপাল - মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড

নিজের একমাসের বেতন মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনের দাবি, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখেই তিনি এই কাজ করেছেন।

Etv Bharat
মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:02 AM IST

Updated : Oct 3, 2023, 7:07 AM IST

কলকাতা, 3 অক্টোবর: কোষাগারে আর্থিক দুরবস্থা এবং ডেঙ্গির বাড়বাড়ন্তের জেরে কয়েকদিন আগে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস তাঁর বিদেশ সফর বাতিল করেছিলেন। আরও একবার মানবিকতার পরিচয় দিলেন। সোমবার রাজভবন সূত্রে জানা গেল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজ্যপাল তাঁর একমাসের বেতন দান করেছেন। মূলত, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় এই টাকা দান করেছেন বলে রাজভবন সূত্রের দাবি ।

যদিও টাকার অঙ্ক জানা যায়নি । তবে, রাজ্যপালরা বিভিন্ন ভাতা ও সুযোগসুবিধা-সহ মাসিক প্রায় সাড়ে তিন লাখ টাকা পেয়ে থাকেন । ফলে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে তিন লাখ না দিলেও ওই বিপুল পরিমাণ টাকার কমবেশি টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়েছেন বলেই রাজভবনের একটি সূত্র দাবি করেছে । গত কয়েকমাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস ধারাবাহিকভাবে একাধিক সম্মান-সহ আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন । দিন কয়েক আগে 108 জনকে দুর্গাপুজো উপলক্ষে 'দুর্গা ভারত সম্মান' দেওয়ার কথা ঘোষণা করেছেন ।যেখানে তিনটি বিভাগে পুরস্কার মূল্য যথাক্রমে 1 লাখ, 50 হাজার ও 25 হাজার টাকা ৷

রাজ্যপালের এই ধারাবাহিক পুরস্কার ঘোষণা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। রাজ্যপাল আদৌ এই ধরনের পুরস্কার দিতে পারেন কিনা, সেই প্রশ্ন উঠেছে । পুরস্কারের আর্থিক সংস্থান নিয়েও প্রশ্ন উঠেছে । যদিও রাজভবন সূত্রের দাবি, এই ধরনের পুরস্কার দেওয়ার পাশাপাশি স্কলারশিপের ঘোষণা বা দুঃস্থদের আর্থিক সাহায্য রাজ্যপাল করতেই পারেন।

চিকিৎসার জন্য অর্থ জোগাড় না করতে পেরে সারাবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রাজভবনের সাহায্য প্রার্থনা করেন। রাজভবন তা দিয়েও থাকে । এর জন্য রাজ্য সরকার বা রাজ্য মন্ত্রিসভার অনুমতির প্রয়োজন নেই । এই সমস্ত সামাজিক ও মানবিক খাতে অর্থ খরচের জন্য রাজ্যপালের কোষাগারে ব্রিটিশ আমল থেকেই বিপুল অর্থ রয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেই অর্থ জমা আছে। সেটি খরচের জন্য রাজ্য সরকারের উপর নির্ভর করতে হয় না ।

আরও পড়ুন : পুজোয় 'দুর্গা ভারত' সম্মান দেবে রাজভবন, শরিক হতে পারেন আপনিও

কলকাতা, 3 অক্টোবর: কোষাগারে আর্থিক দুরবস্থা এবং ডেঙ্গির বাড়বাড়ন্তের জেরে কয়েকদিন আগে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস তাঁর বিদেশ সফর বাতিল করেছিলেন। আরও একবার মানবিকতার পরিচয় দিলেন। সোমবার রাজভবন সূত্রে জানা গেল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজ্যপাল তাঁর একমাসের বেতন দান করেছেন। মূলত, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় এই টাকা দান করেছেন বলে রাজভবন সূত্রের দাবি ।

যদিও টাকার অঙ্ক জানা যায়নি । তবে, রাজ্যপালরা বিভিন্ন ভাতা ও সুযোগসুবিধা-সহ মাসিক প্রায় সাড়ে তিন লাখ টাকা পেয়ে থাকেন । ফলে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে তিন লাখ না দিলেও ওই বিপুল পরিমাণ টাকার কমবেশি টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়েছেন বলেই রাজভবনের একটি সূত্র দাবি করেছে । গত কয়েকমাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস ধারাবাহিকভাবে একাধিক সম্মান-সহ আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন । দিন কয়েক আগে 108 জনকে দুর্গাপুজো উপলক্ষে 'দুর্গা ভারত সম্মান' দেওয়ার কথা ঘোষণা করেছেন ।যেখানে তিনটি বিভাগে পুরস্কার মূল্য যথাক্রমে 1 লাখ, 50 হাজার ও 25 হাজার টাকা ৷

রাজ্যপালের এই ধারাবাহিক পুরস্কার ঘোষণা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। রাজ্যপাল আদৌ এই ধরনের পুরস্কার দিতে পারেন কিনা, সেই প্রশ্ন উঠেছে । পুরস্কারের আর্থিক সংস্থান নিয়েও প্রশ্ন উঠেছে । যদিও রাজভবন সূত্রের দাবি, এই ধরনের পুরস্কার দেওয়ার পাশাপাশি স্কলারশিপের ঘোষণা বা দুঃস্থদের আর্থিক সাহায্য রাজ্যপাল করতেই পারেন।

চিকিৎসার জন্য অর্থ জোগাড় না করতে পেরে সারাবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রাজভবনের সাহায্য প্রার্থনা করেন। রাজভবন তা দিয়েও থাকে । এর জন্য রাজ্য সরকার বা রাজ্য মন্ত্রিসভার অনুমতির প্রয়োজন নেই । এই সমস্ত সামাজিক ও মানবিক খাতে অর্থ খরচের জন্য রাজ্যপালের কোষাগারে ব্রিটিশ আমল থেকেই বিপুল অর্থ রয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেই অর্থ জমা আছে। সেটি খরচের জন্য রাজ্য সরকারের উপর নির্ভর করতে হয় না ।

আরও পড়ুন : পুজোয় 'দুর্গা ভারত' সম্মান দেবে রাজভবন, শরিক হতে পারেন আপনিও

Last Updated : Oct 3, 2023, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.