কলকাতা, 20 এপ্রিল: মানুষই মানুষের শক্তি বৃদ্ধি করে । মানুষই দেশকে মহান, শক্তিশালী করতে পারে । তাই, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । কারণ, আমরা একটাই পরিবার । একারণেই জি-20 নেতৃত্ব দিচ্ছে ভারত । বৃহস্পতিবার সল্টলেকের এক পাঁচতারা হোটেলে জি-20 সম্মেলনের 'বসুধৈব কুটুম্বকম- এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' শীর্ষক সম্মেলনে একথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
প্রযুক্তির উন্নয়নের কথা উত্থাপন করে রাজ্যপাল বলেন, "সকল মানুষই পাখির মতো উড়তে চায় । কিন্তু, তা একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না । তার জন্য কারও না কারও সাহায্যের প্রয়োজন হয় । ফলে, প্রত্যেকের কাজে প্রত্যেকের এগিয়ে আসা উচিত । আসুন আমরা ঐক্যবদ্ধ হই । দেশের জাতীয় পতাকা বিশ্বের দরবারে উচুঁ করে রাখুন । সেই কাজে আমরা সকলেই ব্রতী হই ।"
ভারতকে মর্যাদাপূর্ণ জি-20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে । দেশের জি-20 প্রেসিডেন্সির থিম হল 'বসুধৈব কুটুম্বকম- এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত ।' প্রাসঙ্গিক সমসাময়িক বিষয়ে চারটি ধাপে আলোচনা হয় ।
- বিশ্বজুড়ে আধুনিক দিনের প্রাচীন ভারতীয় জ্ঞান থেকে ব্যবসা এবং অর্থনীতি নেতৃত্বের পাঠ
- শিল্প ও সংস্কৃতি - সাংস্কৃতিক চেতনা প্রচার করা এবং ভারতের সাংস্কৃতিক রাষ্ট্রদূতদের প্রশিক্ষণ দেওয়া
- স্বাস্থ্য এবং সুখ - স্বাস্থ্যসেবায় ভারতীয় নীতি
- বিজ্ঞান ও আধ্যাত্মিকতা - প্রতিটি কণায় ঈশ্বর ?
আরও পড়ুন: চিন-পাকিস্তানের আপত্তি সত্ত্বেও জি20-র সভাস্থল হিসেবে শ্রীনগরের নাম ঘোষণা দিল্লির
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী । তিনি বলেন, "বসুধৈব কুটুম্বকম মানে মানুষ সুখে, আনন্দে থাকবে । এটা ছাড়াও আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে । বিজ্ঞান, প্রযুক্তির উন্নয়ন যদি বিশ্বের সমস্ত মানুষের স্বার্থে হয়ে থাকে, তাকেই আমি বসুধৈব কুটুম্বকম বলব । এটা ভারতে হয়েছে করোনা মহামারীতে । দেশে করোনার ভ্যাকসিন তৈরি হয়েছে । যার সুফল অন্যান্য দেশের মানুষ পেয়েছেন । এটাই বসুধৈব কুটুম্বকম ।"
চিন্ময় মিশনের কলকাতার ইনচার্জ ব্রহ্মচারী দিবাকর চৈতন্যর কথায়, ভারতের মূল ভিত্তিভূমি উপনিষদ । যা সারা জীবন একাত্বর কথা বলে এসেছে । সেই কথা বিশ্বের কাছে জানাতেই এই উদ্যোগ।"