ETV Bharat / state

Governor C V Ananda Bose: মধ্যরাতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে দু'টি গোপন চিঠি পাঠালেন রাজ্যপাল ! তুঙ্গে তরজা - শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শনিবার সকালে যা বলেছিলেন, রাতে তাই করলেন ৷ দু'টি গোপন চিঠিতে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এর মধ্যে একটি গেল নবান্ন ৷ অন্যটির গন্তব্য দিল্লি!

ETV Bharat
গোপন চিঠিতে স্বাক্ষর রাজ্যপাল সিভি আনন্দ বোসের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 7:16 AM IST

Updated : Sep 10, 2023, 7:31 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: দিনভর নাটকীয় টানাপোড়েনের পর রাতে দুটি গোপন চিঠিতে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এর মধ্যে একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অন্যটি লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এর আগে শনিবার সকালে 'অ্যাকশন' গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল ৷ কী হয় জানার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছিলেন ৷

সেই অনুযায়ী শনিবার রাত 11.42 মিনিটে রাজভবনের তরফে রাজ্যপালের নেওয়া অ্যাকশনের বিষয়ে জানানো হয় ৷ বলা হয় "রাজ্যপাল আজ রাতে দু'টি গোপন চিঠি স্বাক্ষর করেছেন ৷ একটা চিঠি নবান্নের জন্য ৷ দ্বিতীয় চিঠিটি দিল্লির জন্য ৷" যদিও চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি ৷ স্বাভাবিকভাবে দুটি চিঠিতে কী লেখা আছে তা জানতে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে ৷

  • "See till midnight, see the action"
    BEWARE! BEWARE! BEWARE!
    New Vampire in the town! Citizens please watch yourselves. Eagerly waiting for the "Rakkhas Prahar", according to Indian Mythology! 😱 😳

    — Bratya Basu (@basu_bratya) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার সকালে সল্টলেকে রাজ্যপাল আনন্দ বোস সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করবেন ৷ তিনি বলেন, "আমি আমার কাজের জন্য গর্বিত ৷ আজ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন ৷ দেখুন কী পদক্ষেপ নেওয়া হয় !" পালটা টুইটে ব্রাত্য বসু লেখেন "মধ্যরাত পর্যন্ত জেগে থাকুন, অ্যাকশন দেখুন ৷ সাবধান ! সাবধান ! সাবধান ! শহরে নতুন ভ্যাম্পায়ার ! নাগরিকরা, নিজের খেয়াল রাখুন ৷ ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে 'রাক্ষস প্রহর'-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি !"

এদিকে মাঝ রাতের আগেই বিকেলে রাজ্যপাল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠান ৷ শনিবার সন্ধ্যায় হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল বোস ৷ তবে দু'জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যসচিব ৷ তাই এক ঘণ্টার বৈঠকের বিষয়বস্তু 'সাসপেন্স'ই থেকে গিয়েছে ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, শনিবার সকালে রাজ্যপাল যে অ্যাকশন গ্রহণের হুঁশিয়ার দিয়েছিলেন, সে বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হতে পারে ৷ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারেন রাজ্যপাল ৷ কিংবা শুক্রবার ব্রাত্য বসুর ডাকা বৈঠকে অনুপস্থিত রেজিস্ট্রারদের শোকজ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি রাজভবনের ৷ সে বিষয়েও হস্তক্ষেপ করতে পারেন রাজ্যপাল ৷ তবে রাজভবনের একটি সূত্রের দাবি, মন্ত্রিসভার যে রদবদলের কথা শোনা যাচ্ছিল। সেই বিষয়ে দু'পক্ষের আলোচনা হতে পারে ৷ আবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমস্যা নিয়েও আলোচনা হতে পারে ৷

আরও পড়ুন: রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্যসচিব, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, 10 সেপ্টেম্বর: দিনভর নাটকীয় টানাপোড়েনের পর রাতে দুটি গোপন চিঠিতে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এর মধ্যে একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অন্যটি লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এর আগে শনিবার সকালে 'অ্যাকশন' গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল ৷ কী হয় জানার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছিলেন ৷

সেই অনুযায়ী শনিবার রাত 11.42 মিনিটে রাজভবনের তরফে রাজ্যপালের নেওয়া অ্যাকশনের বিষয়ে জানানো হয় ৷ বলা হয় "রাজ্যপাল আজ রাতে দু'টি গোপন চিঠি স্বাক্ষর করেছেন ৷ একটা চিঠি নবান্নের জন্য ৷ দ্বিতীয় চিঠিটি দিল্লির জন্য ৷" যদিও চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি ৷ স্বাভাবিকভাবে দুটি চিঠিতে কী লেখা আছে তা জানতে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে ৷

  • "See till midnight, see the action"
    BEWARE! BEWARE! BEWARE!
    New Vampire in the town! Citizens please watch yourselves. Eagerly waiting for the "Rakkhas Prahar", according to Indian Mythology! 😱 😳

    — Bratya Basu (@basu_bratya) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার সকালে সল্টলেকে রাজ্যপাল আনন্দ বোস সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করবেন ৷ তিনি বলেন, "আমি আমার কাজের জন্য গর্বিত ৷ আজ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন ৷ দেখুন কী পদক্ষেপ নেওয়া হয় !" পালটা টুইটে ব্রাত্য বসু লেখেন "মধ্যরাত পর্যন্ত জেগে থাকুন, অ্যাকশন দেখুন ৷ সাবধান ! সাবধান ! সাবধান ! শহরে নতুন ভ্যাম্পায়ার ! নাগরিকরা, নিজের খেয়াল রাখুন ৷ ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে 'রাক্ষস প্রহর'-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি !"

এদিকে মাঝ রাতের আগেই বিকেলে রাজ্যপাল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠান ৷ শনিবার সন্ধ্যায় হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল বোস ৷ তবে দু'জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যসচিব ৷ তাই এক ঘণ্টার বৈঠকের বিষয়বস্তু 'সাসপেন্স'ই থেকে গিয়েছে ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, শনিবার সকালে রাজ্যপাল যে অ্যাকশন গ্রহণের হুঁশিয়ার দিয়েছিলেন, সে বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হতে পারে ৷ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারেন রাজ্যপাল ৷ কিংবা শুক্রবার ব্রাত্য বসুর ডাকা বৈঠকে অনুপস্থিত রেজিস্ট্রারদের শোকজ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি রাজভবনের ৷ সে বিষয়েও হস্তক্ষেপ করতে পারেন রাজ্যপাল ৷ তবে রাজভবনের একটি সূত্রের দাবি, মন্ত্রিসভার যে রদবদলের কথা শোনা যাচ্ছিল। সেই বিষয়ে দু'পক্ষের আলোচনা হতে পারে ৷ আবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমস্যা নিয়েও আলোচনা হতে পারে ৷

আরও পড়ুন: রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্যসচিব, কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated : Sep 10, 2023, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.