ETV Bharat / state

ধর্মতলায় বিজেপির সমাবেশ! বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার - BJP Latest News

BJP Rally in Dharmatala: 29 নভেম্বর ধর্মতলায় বিজেপির সমাবেশ হওয়া নিয়ে এখনও দোলাচল চলছে ৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার ৷

ETV Bharat
বিজেপির সমাবেশ নিয়ে আদালতের দ্বারস্থ রাজ্য সরকার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 1:08 PM IST

Updated : Nov 22, 2023, 1:38 PM IST

কলকাতা, 22 নভেম্বর: বিজেপির ধর্মতলায় সমাবেশ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার ৷ এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানিয়েছিলেন, 29 নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশের অনুমতি দিতে হবে রাজ্যকে ৷ প্রয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত কিছু বিষয় যোগ করা যেতে পারে ৷ সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছে রাজ্য ৷

এই সমাবেশেই উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ এর আগে 20 নভেম্বর রাজ্য বিজেপির তরফে আইনজীবী সৌম্য মজুমদার আদালতে বলেন, "প্রথমে 28 নভেম্বর সভা করার জন্য আবেদন জানানো হয়েছিল ৷ 18 নভেম্বর সেই অনুমতি চেয়ে আবেদন করা হয় ৷ কিন্তু 24 ঘণ্টার মধ্যে তা খারিজ করে দেয় পুলিশ ৷ পুনরায় সভার দিনক্ষণ পরিবর্তন করে 29 নভেম্বর সভা করতে চেয়ে জয়েন্ট কমিশনার অফ পুলিশের কাছে আবেদন করা হয় ৷ এবার সেই আবেদনও বাতিল করে পুলিশ ৷"

আইনজীবী আরও জানান, 15 দিনের আগে আবেদন করা হয়নি, এই যুক্তিতে প্রথমবারের আবেদন বাতিল করেছিল পুলিশ প্রশাসন ৷ পরে 29 নভেম্বর সভা করতে চেয়ে নতুন আবেদনও বাতিল হয় ৷ তবে এর জন্য কোনও দর্শায়নি পুলিশ ৷ দু-দু'বার সভা বাতিলের ক্ষেত্রে একই রকম চিঠি দিয়েছিল পুলিশ ৷

বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "অবাক হচ্ছি, আপনাদের আপত্তি জানানো দু'টি চিঠির বয়ান দেখে ৷ স্বাধীন রাষ্ট্রে সবার মিটিং মিছিল করার অধিকার আছে ৷ এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে ৷ দু'টি অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ ৷ একটিতেও আপত্তির কারণ পর্যন্ত লেখা নেই ৷ খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাবে ৷ কী শর্ত দেবে, সেটা পুলিশ ঠিক করুক ৷ কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে ৷" এবার বিচারপতির এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন:

  1. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিক রাজ্য, জানাল হাইকোর্ট
  2. আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে কলকাতায় পালটা সমাবেশের পরিকল্পনা বিজেপির
  3. তৃণমূলের উপর হামলা হলে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে, নিশীথের পাড়ায় হুমকি উদয়নের

কলকাতা, 22 নভেম্বর: বিজেপির ধর্মতলায় সমাবেশ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার ৷ এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানিয়েছিলেন, 29 নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশের অনুমতি দিতে হবে রাজ্যকে ৷ প্রয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত কিছু বিষয় যোগ করা যেতে পারে ৷ সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছে রাজ্য ৷

এই সমাবেশেই উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ এর আগে 20 নভেম্বর রাজ্য বিজেপির তরফে আইনজীবী সৌম্য মজুমদার আদালতে বলেন, "প্রথমে 28 নভেম্বর সভা করার জন্য আবেদন জানানো হয়েছিল ৷ 18 নভেম্বর সেই অনুমতি চেয়ে আবেদন করা হয় ৷ কিন্তু 24 ঘণ্টার মধ্যে তা খারিজ করে দেয় পুলিশ ৷ পুনরায় সভার দিনক্ষণ পরিবর্তন করে 29 নভেম্বর সভা করতে চেয়ে জয়েন্ট কমিশনার অফ পুলিশের কাছে আবেদন করা হয় ৷ এবার সেই আবেদনও বাতিল করে পুলিশ ৷"

আইনজীবী আরও জানান, 15 দিনের আগে আবেদন করা হয়নি, এই যুক্তিতে প্রথমবারের আবেদন বাতিল করেছিল পুলিশ প্রশাসন ৷ পরে 29 নভেম্বর সভা করতে চেয়ে নতুন আবেদনও বাতিল হয় ৷ তবে এর জন্য কোনও দর্শায়নি পুলিশ ৷ দু-দু'বার সভা বাতিলের ক্ষেত্রে একই রকম চিঠি দিয়েছিল পুলিশ ৷

বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "অবাক হচ্ছি, আপনাদের আপত্তি জানানো দু'টি চিঠির বয়ান দেখে ৷ স্বাধীন রাষ্ট্রে সবার মিটিং মিছিল করার অধিকার আছে ৷ এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে ৷ দু'টি অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ ৷ একটিতেও আপত্তির কারণ পর্যন্ত লেখা নেই ৷ খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাবে ৷ কী শর্ত দেবে, সেটা পুলিশ ঠিক করুক ৷ কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে ৷" এবার বিচারপতির এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন:

  1. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিক রাজ্য, জানাল হাইকোর্ট
  2. আবাস যোজনার বঞ্চিতদের নিয়ে কলকাতায় পালটা সমাবেশের পরিকল্পনা বিজেপির
  3. তৃণমূলের উপর হামলা হলে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে, নিশীথের পাড়ায় হুমকি উদয়নের
Last Updated : Nov 22, 2023, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.