কলকাতা, 11 মে: চা বাগান এবং বিড়ি শিল্পে 50 শতাংশ শ্রমিক নিয়ে কাজ চালু করা যাবে । আজ এমনই নির্দেশিকা জারি করল নবান্ন ।পরিচ্ছন্নতা বজায় রেখে ও সামাজিক দূরত্ব মেনেই এই দুই সেক্টরের কর্মীদের কাজ করতে হবে, তা স্পষ্ট করে দেওয়া হয় ।
দীর্ঘদিনের লকডাউনে ধুঁকছে রাজ্যের চা, বিড়ি সহ অন্যান্য আনুষঙ্গিক শিল্পগুলি । তবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের চা এবং বিড়ি শিল্প । এর সঙ্গে জড়িত বহু কর্মীর অবস্থা শোচনীয় । দুবেলা খাবার জুটছে না তাদের । পাশাপাশি চা শিল্প লকডাউনের কোপে পড়ায় বন্ধ হয়ে রয়েছে দেশ তথা রাজ্যের আর্থিক সংস্থানের পথ । এর ফলে এই গুরুত্বপূর্ণ দুটি শিল্প চালু করার জন্য চাপ তৈরি হয়েছিল রাজ্য সরকার অন্দরে । যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই চা এবং বিড়ি শিল্প চালু করা নিয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন । সেইমতো আজ গুরুত্বপূর্ণ এই দুটি শিল্প চালু করার জন্য নির্দেশিকা জারি করল নবান্ন ।
তবে রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, 50 শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে । পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে, হাত স্যানিটাইজ় করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ চালাতে হবে । ইতিমধ্যেই 15 জোড়া বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । এরপর বাকি ট্রেন ও পরিবহন ব্যবস্থা চালু করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র । এর ফলে বাণিজ্যিক পরিবহনের অনেকটাই সুবিধা পাবে চা এবং বিড়ি শিল্প ।