কলকাতা, 22 জুন: আগামী 2 জুলাই থেকে রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন । নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল রাজ্য সরকার । নতুন সরকার গঠিত হবার তিনমাসের মধ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা । সেইমতো জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন । বাজেট অধিবেশন আয়োজন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হলেও এবার অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করতে পারবেন কিনা সেই কথা জোর দিয়ে বলতে পারছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।
অসুস্থতার কারণে বাড়িতে বসেই অর্থ দফতরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি । এই অবস্থায় তাঁর পক্ষে কি বিধানসভায় এসে বাজেট বক্তৃতা দেওয়া সম্ভব হবে? তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এক্ষেত্রে রাজ্যের শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রস্তুত থাকতে বলা হয়েছে । সেক্ষেত্রে যাবতীয় বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী অমিত মিত্র বাড়িতে বসেই তৈরি করে দিলেও বিধানসভায় তাঁর অনুপস্থিতিতে এই বক্তব্য পেশ করতে পারেন পার্থবাবু । নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টের সময় অমিত মিত্রের হয়ে বাজেট বক্তৃতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও সেই পথে হাঁটার সম্ভাবনা রয়েছে । তাই মনে করা হচ্ছে, বাজেট অধিবেশনে অমিত মিত্রের হয়ে বাজেট বক্তৃতা পেশ করতে পারেন পার্থবাবুই । সূত্রের খবর, আগামী 7 জুলাই বিধানসভায় বাজেট পেশ করবেন পার্থবাবু । আগামী 2 জুলাই থেকে রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন । ওই দিনই বিধানসভায় রাজ্যপাল ভাষণও দেবেন বলে খবর । 5 এবং 6 জুলাই রাজ্যপালের বক্তব্যের উপর আলোচনার পর 7 তারিখ বিধানসভায় বাজেট পেশ করা হবে । জানা গিয়েছে, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী অমিত মিত্র সশরীরে অনুপস্থিত থাকলেও তিনি অনলাইনে বিধানসভা অধিবেশনে অংশ নেবেন ।
আরও পড়ুন: সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে পুজোর আগেই পুরভোট করাতে চায় রাজ্য
শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই থাকবেন অর্থমন্ত্রী অমিত মিত্র । বাড়ি থেকে বেরিয়ে এর আগেও একাধিকবার সর্দি-কাশি হয়েছে অমিতবাবুর । সেই কারণে তাঁকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । এদিকে, মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে বিধানসভার বিভিন্ন কমিটির জন্য সদস্যদের নাম জমা দেওয়া হয়েছে । যদিও এদিন কোনও কমিটির চেয়ারম্যানের নাম জমা দেয়নি বিজেপি । বিজেপির বক্তব্য, যতক্ষণ না পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের নাম সুনিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ তারা অন্য কমিটির জন্য চেয়ারম্যানদের নাম দেবে না । এদিকে বুধবার বিধানসভার 4টি কমিটির চেয়ারম্যানের নাম জমা দেওয়ার শেষ দিন । এই অবস্থায় বুধবার দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল । এখন দেখার শেষ পর্যন্ত বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে বিজেপি কারও নাম জমা দেয় কিনা ।