কলকাতা, 1 ডিসেম্বর: দুয়ারে সরকার কর্মসূচি বাস্তবায়িত করতে ইতিমধ্যেই সময়সূচি বাড়িয়েছে নবান্ন । সাম্প্রতিক যে দুয়ারে সরকার কর্মসূচি চলছে তা মানুষের সমস্যা সমাধানে কতটা সহায়ক হয়েছে তা জানতে শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (WB Chief Secretary Called a Meeting to Know How Much Duare Sarkar Helped People)। বুধবারই দুয়ারে সরকার কর্মসূচির সময়সীমা বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন (Nabanna)। সেই প্রেক্ষাপটে মুখ্যসচিবের এই জরুরি বৈঠক যথেষ্ট তৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দু'টো থেকে এসডিও, বিডিও-সহ জেলাশাসকদের এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি রাজ্যের 20টি দফতরের সচিবকেও উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে ।
শুক্রবারের বৈঠকে স্বাস্থ্য, আদিবাসী, কৃষি, পঞ্চায়েত, নগর উন্নয়ন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর-সহ কয়েকটি দফতরের আধিকারিকদের সশরীরে নবান্নে উপস্থিত থাকতে বলা হয়েছে । এদিনের বৈঠকে দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে । এছাড়া দুয়ারে সরকারের ক্যাম্পগুলির মাধ্যমে যাঁরা ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে আবেদন জানিয়েছেন তাঁদের কীভাবে সুযোগ-সুবিধা দেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে ।
আরও পড়ুন : শাসনে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধিরা