কলকাতা, 19 অক্টোবর: প্রাথমিকে লাগাতার ধরনার (TET Agitation) বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WB Board of Primary Education)। জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন জানানো হয়েছে পর্ষদের আইনজীবীর তরফে। যদিও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় জরুরি ভিত্তিতে মামলা শোনার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন করেছেন।
বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা দায়ের করে আসার নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে সল্টলেকের করুণাময়ী আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে চাকরির দাবিতে লাগাতার আমরণ অনশন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। বুধবার বিক্ষোভকারীদের আমরণ অনশন তিন দিনে পড়ল। ইতিমধ্যে পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করেছে। কিন্তু বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড়।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বুধবার জানানো হয়, পর্ষদের অফিসের সামনে বিক্ষোভের ফলে কর্মচারীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। ফলে কাজের অসুবিধা হচ্ছে। পাশাপাশি কর্মীদের নিরাপত্তা দেওয়ার আবেদনও জানিয়েছে পর্ষদ। পর্ষদের দাবি অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়ার নির্দেশ দিক আদালত। যদিও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দিয়েছেন ৷ বিচারপতি জানিয়েছেন, সোমবার থেকে আন্দোলন চলছে । এতে এত তাড়া কীসের? মামলা দায়ের করে লিস্টে এলে শোনা হবে।