ETV Bharat / state

TET Agitation: ধরনার বিরোধিতায় এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ - হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

সল্টলেকে লাগাতার চলতে থাকা ধরনার বিরোধিতা করে এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WB Board of Primary Education)৷ যদিও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দিয়েছেন ৷

TET Agitation
ধরনার বিরোধিতায় এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ
author img

By

Published : Oct 19, 2022, 12:17 PM IST

Updated : Oct 29, 2022, 9:05 PM IST

কলকাতা, 19 অক্টোবর: প্রাথমিকে লাগাতার ধরনার (TET Agitation) বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WB Board of Primary Education)। জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন জানানো হয়েছে পর্ষদের আইনজীবীর তরফে। যদিও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় জরুরি ভিত্তিতে মামলা শোনার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন করেছেন।

বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা দায়ের করে আসার নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে সল্টলেকের করুণাময়ী আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে চাকরির দাবিতে লাগাতার আমরণ অনশন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। বুধবার বিক্ষোভকারীদের আমরণ অনশন তিন দিনে পড়ল। ইতিমধ্যে পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করেছে। কিন্তু বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড়।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বুধবার জানানো হয়, পর্ষদের অফিসের সামনে বিক্ষোভের ফলে কর্মচারীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। ফলে কাজের অসুবিধা হচ্ছে। পাশাপাশি কর্মীদের নিরাপত্তা দেওয়ার আবেদনও জানিয়েছে পর্ষদ। পর্ষদের দাবি অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়ার নির্দেশ দিক আদালত। যদিও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দিয়েছেন ৷ বিচারপতি জানিয়েছেন, সোমবার থেকে আন্দোলন চলছে । এতে এত তাড়া কীসের? মামলা দায়ের করে লিস্টে এলে শোনা হবে।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রাথমিকে নিয়োগ নির্দেশকে চ্যালেঞ্জ, মামলা শুনল না হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

কলকাতা, 19 অক্টোবর: প্রাথমিকে লাগাতার ধরনার (TET Agitation) বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WB Board of Primary Education)। জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন জানানো হয়েছে পর্ষদের আইনজীবীর তরফে। যদিও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় জরুরি ভিত্তিতে মামলা শোনার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন করেছেন।

বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা দায়ের করে আসার নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে সল্টলেকের করুণাময়ী আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে চাকরির দাবিতে লাগাতার আমরণ অনশন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। বুধবার বিক্ষোভকারীদের আমরণ অনশন তিন দিনে পড়ল। ইতিমধ্যে পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করেছে। কিন্তু বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড়।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বুধবার জানানো হয়, পর্ষদের অফিসের সামনে বিক্ষোভের ফলে কর্মচারীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। ফলে কাজের অসুবিধা হচ্ছে। পাশাপাশি কর্মীদের নিরাপত্তা দেওয়ার আবেদনও জানিয়েছে পর্ষদ। পর্ষদের দাবি অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়ার নির্দেশ দিক আদালত। যদিও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দিয়েছেন ৷ বিচারপতি জানিয়েছেন, সোমবার থেকে আন্দোলন চলছে । এতে এত তাড়া কীসের? মামলা দায়ের করে লিস্টে এলে শোনা হবে।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রাথমিকে নিয়োগ নির্দেশকে চ্যালেঞ্জ, মামলা শুনল না হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

Last Updated : Oct 29, 2022, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.