ETV Bharat / state

Resolution against Division of Bengal: আসন্ন বাজেট অধিবেশনে বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব আনছে রাজ্য সরকার - WB Govt Resolution in Assembly

বাংলা ভাগের বিরুদ্ধে ফের বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য ৷ আসন্ন বাজেট অধিবেশনে ওই প্রস্তাব আনা হবে ৷ এর আগে 2017 সালেও রাজ্য ভাগের বিরোধিতা করে প্রস্তাব এনেছিল শাসক শিবির (WB Govt Resolution in Assembly) ।

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Feb 7, 2023, 10:59 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: বরাবরই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বাংলা ভাগ প্রসঙ্গেও সরব হয়েছে তারা ৷ রাজ্যের শাসকদলকে বারবার বলতে শোনা গিয়েছে, "আমরা বাংলা ভাগের বিরুদ্ধে"। আসন্ন বাজেট অধিবেশনে এই বাংলা ভাগের বিরুদ্ধেই কড়া বার্তা দিতে চলেছে তৃণমূল সরকার ৷ জানা গিয়েছে রাজ্যভাগের বিরুদ্ধে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (resolution against Division of Bengal in Assembly)৷

প্রসঙ্গত, রাজ্য সরকারের এই প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে, যখন দলের অবস্থানের বিপরীত দিকে হেঁটে বিজেপি নেতাদের মুখে মাঝেমাঝেই বাংলা ভাগ প্রসঙ্গ উঠে আসছে ৷ আবার পাহাড়েও ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি মাথাচাড়া দিয়েছে ৷ অন্যদিকে পৃথক রাজ্য গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ । তৃণমূলের দাবি, এই সমস্তকিছুর পিছনে সমর্থন দিচ্ছে কেন্দ্রীয় সরকার । সূত্রের খবর, ঠিক এই পরিস্থিতিতে বিরোধীদের এবং রাজ্যভাগের আন্দোলনের সঙ্গে যুক্তদের কড়া বার্তা দিতে প্রস্তাব নিয়ে আসছে রাজ্য সরকার (budget session in Assembly)।

শাসক শিবিরের বক্তব্য, রাজ্য ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া বার্তা দিতেই এই প্রস্তাব রাজ্য বিধানসভায় আনা হচ্ছে । সব কিছু ঠিক থাকলে আগামী 13 ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হবে । প্রসঙ্গত বিধানসভার ভিতর বঙ্গভঙ্গের বিরোধিতা করে প্রস্তাব এইবারই প্রথম নয় ৷ এর আগেও 2017 সালে এভাবেই বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব নিয়ে এসেছিল শাসক শিবির । তখন অবশ্য বিরোধী বিজেপি বিধায়কের সংখ্যা ছিল মাত্র তিন । এবার যখন রাজ্য বিধানসভার অন্দরে বিরোধী বিধায়কের সংখ্যা খাতায়-কলমে 75 তখন এই ধরনের পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: বাজেট অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ প্রয়োগ, মহুয়ার মন্তব্যে বিতর্ক

সবচেয়ে বড় কথা এই প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে যেমন শাসক দলের তরফে রাজ্যভাগের বিরুদ্ধে মতামত প্রকাশ করা হবে, তেমনই নিজেদের বক্তব্য রাখবেন বিজেপি বিধায়করাও ৷ গেরুয়া শিবিরের বিধায়করা সরাসরি রাজ্যভাগ বা গোর্খাল্যান্ডের পক্ষে কথা বলছেন কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের ৷ যদি পৃথক রাজ্যের পক্ষে বিজেপি বিধায়করা কথা বলেন তবে তা বিধানসভার কার্যপ্রণালীতে লিপিবদ্ধ হবে । যা পরিষদীয় রীতিনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করা হচ্ছে । এখন দেখার পদ্ম শিবির এই প্রস্তাব নিয়ে কী অবস্থান নেয় ৷ তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের কথায়, বিজেপি'র রাজ্য নেতৃত্ব খোলাখুলি ভাবে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে না, কিন্তু তলায় তলায় বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেয় তারা । এই প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে তাদের এই মানসিকতা প্রকাশ পেতে পারে ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি: বরাবরই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বাংলা ভাগ প্রসঙ্গেও সরব হয়েছে তারা ৷ রাজ্যের শাসকদলকে বারবার বলতে শোনা গিয়েছে, "আমরা বাংলা ভাগের বিরুদ্ধে"। আসন্ন বাজেট অধিবেশনে এই বাংলা ভাগের বিরুদ্ধেই কড়া বার্তা দিতে চলেছে তৃণমূল সরকার ৷ জানা গিয়েছে রাজ্যভাগের বিরুদ্ধে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (resolution against Division of Bengal in Assembly)৷

প্রসঙ্গত, রাজ্য সরকারের এই প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে, যখন দলের অবস্থানের বিপরীত দিকে হেঁটে বিজেপি নেতাদের মুখে মাঝেমাঝেই বাংলা ভাগ প্রসঙ্গ উঠে আসছে ৷ আবার পাহাড়েও ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি মাথাচাড়া দিয়েছে ৷ অন্যদিকে পৃথক রাজ্য গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ । তৃণমূলের দাবি, এই সমস্তকিছুর পিছনে সমর্থন দিচ্ছে কেন্দ্রীয় সরকার । সূত্রের খবর, ঠিক এই পরিস্থিতিতে বিরোধীদের এবং রাজ্যভাগের আন্দোলনের সঙ্গে যুক্তদের কড়া বার্তা দিতে প্রস্তাব নিয়ে আসছে রাজ্য সরকার (budget session in Assembly)।

শাসক শিবিরের বক্তব্য, রাজ্য ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া বার্তা দিতেই এই প্রস্তাব রাজ্য বিধানসভায় আনা হচ্ছে । সব কিছু ঠিক থাকলে আগামী 13 ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হবে । প্রসঙ্গত বিধানসভার ভিতর বঙ্গভঙ্গের বিরোধিতা করে প্রস্তাব এইবারই প্রথম নয় ৷ এর আগেও 2017 সালে এভাবেই বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব নিয়ে এসেছিল শাসক শিবির । তখন অবশ্য বিরোধী বিজেপি বিধায়কের সংখ্যা ছিল মাত্র তিন । এবার যখন রাজ্য বিধানসভার অন্দরে বিরোধী বিধায়কের সংখ্যা খাতায়-কলমে 75 তখন এই ধরনের পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: বাজেট অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ প্রয়োগ, মহুয়ার মন্তব্যে বিতর্ক

সবচেয়ে বড় কথা এই প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে যেমন শাসক দলের তরফে রাজ্যভাগের বিরুদ্ধে মতামত প্রকাশ করা হবে, তেমনই নিজেদের বক্তব্য রাখবেন বিজেপি বিধায়করাও ৷ গেরুয়া শিবিরের বিধায়করা সরাসরি রাজ্যভাগ বা গোর্খাল্যান্ডের পক্ষে কথা বলছেন কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের ৷ যদি পৃথক রাজ্যের পক্ষে বিজেপি বিধায়করা কথা বলেন তবে তা বিধানসভার কার্যপ্রণালীতে লিপিবদ্ধ হবে । যা পরিষদীয় রীতিনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করা হচ্ছে । এখন দেখার পদ্ম শিবির এই প্রস্তাব নিয়ে কী অবস্থান নেয় ৷ তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের কথায়, বিজেপি'র রাজ্য নেতৃত্ব খোলাখুলি ভাবে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে না, কিন্তু তলায় তলায় বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেয় তারা । এই প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে তাদের এই মানসিকতা প্রকাশ পেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.