ETV Bharat / state

বুলবুলের মোকাবিলায় তৈরি রাজ্য প্রশাসন - bulbul news update

রাজ্যের দিকে ধেয়ে আসছে 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল ৷ মোকাবিলায় ঠিক কী কী পদক্ষেপ করল রাজ্য প্রশাসন?

bulbul
author img

By

Published : Nov 8, 2019, 9:31 PM IST

Updated : Nov 8, 2019, 10:05 PM IST

কলকাতা, 8 নভেম্বর : রাজ্যের দিকে ধেয়ে আসছে 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল ৷ আশঙ্কা শনিবার রাতেই আছড়ে পড়বে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ৷ বুলবুলের মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন ৷ জারি করা হয়েছে সতর্কবার্তা ৷ স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাতিল করা হয়েছে পৌরনিগম আধিকারিকদের ছুটিও ৷

বুলবুলের মোকাবিলায় ঠিক কী কী পদক্ষেপ করল রাজ্য প্রশাসন?

নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের আগামী 9 ও 10 নভেম্বর ছুটি বাতিল করেছে নবান্ন ৷ সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরানো হচ্ছে ৷ বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব উপকূলবর্তী বাহিনী ৷ জেলা প্রশাসনগুলিকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য ৷ নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর 1070 ৷ এছাড়াও 033 - 2214 3526-এ ফোন করা যেতে পারে ৷

বুলবুল মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিম আজ বুলবুল মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন ৷ আগামী শনিবার ও রবিবার পৌরনিগম আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে ৷ কলকাতা পৌরনিগমের সমস্ত দপ্তরের কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে । আগামী শনি ও রবিবার সারারাত খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম । প্রয়োজনে কন্ট্রোল রুমে নিজে থাকবেন বলে জানিয়েছেন মেয়র । কলকাতায় শনিবার ও রবিবার 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি হতে পারে । যে সমস্ত এলাকায় জল জমার সমস্যা রয়েছে, সে সব এলাকায় অস্থায়ী পাম্প বসাতে বলা হয়েছে ।

স্কুল শিক্ষা দপ্তরের তরফে সতর্কতা বজায় রাখতে আগামীকাল রাজ্যের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ৷ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় বন্ধ থাকবে স্কুল । প্রত্যেক জেলায় এই নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দপ্তর ।

state
কী কী সতর্কতা জানাল রাজ্য প্রশাসন ?

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল । আগামী তিনদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের । দিঘা-মন্দারমণি-সহ সমস্ত সমুদ্র সৈকতে নজরদারি চালানো হচ্ছে । শনিবার ও রবিবার পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে ৷

কলকাতা, 8 নভেম্বর : রাজ্যের দিকে ধেয়ে আসছে 'অতি শক্তিশালী ঘূর্ণিঝড়' বুলবুল ৷ আশঙ্কা শনিবার রাতেই আছড়ে পড়বে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ৷ বুলবুলের মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন ৷ জারি করা হয়েছে সতর্কবার্তা ৷ স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাতিল করা হয়েছে পৌরনিগম আধিকারিকদের ছুটিও ৷

বুলবুলের মোকাবিলায় ঠিক কী কী পদক্ষেপ করল রাজ্য প্রশাসন?

নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের আগামী 9 ও 10 নভেম্বর ছুটি বাতিল করেছে নবান্ন ৷ সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরানো হচ্ছে ৷ বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব উপকূলবর্তী বাহিনী ৷ জেলা প্রশাসনগুলিকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য ৷ নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর 1070 ৷ এছাড়াও 033 - 2214 3526-এ ফোন করা যেতে পারে ৷

বুলবুল মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিম আজ বুলবুল মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন ৷ আগামী শনিবার ও রবিবার পৌরনিগম আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে ৷ কলকাতা পৌরনিগমের সমস্ত দপ্তরের কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে । আগামী শনি ও রবিবার সারারাত খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম । প্রয়োজনে কন্ট্রোল রুমে নিজে থাকবেন বলে জানিয়েছেন মেয়র । কলকাতায় শনিবার ও রবিবার 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি হতে পারে । যে সমস্ত এলাকায় জল জমার সমস্যা রয়েছে, সে সব এলাকায় অস্থায়ী পাম্প বসাতে বলা হয়েছে ।

স্কুল শিক্ষা দপ্তরের তরফে সতর্কতা বজায় রাখতে আগামীকাল রাজ্যের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ৷ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায় বন্ধ থাকবে স্কুল । প্রত্যেক জেলায় এই নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দপ্তর ।

state
কী কী সতর্কতা জানাল রাজ্য প্রশাসন ?

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল । আগামী তিনদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের । দিঘা-মন্দারমণি-সহ সমস্ত সমুদ্র সৈকতে নজরদারি চালানো হচ্ছে । শনিবার ও রবিবার পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে ৷

Intro:কলকাতা, ৮ নভেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এলেন না অমিতাভ বচ্চন। বিগ বি কে দেখার আকর্ষণে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। শেষ মুহূর্তে যখন জানতে পারলেন আসছেন না তাদের স্বপ্নের নায়ক, কার্যত হতাশ তাঁরা।


Body:বেশ কয়েক বছর যাবত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিলেন অমিতাভ বচ্চন। তিনি শুধু একা নন, পরিবারকে সঙ্গে নিয়ে বার বার যোগ দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনিতভাবে গত দুবছর যাবত জানিয়েছিলেন আমন্ত্রণ না জানাতে। মমতা তখন মঞ্চে সকলের উপস্থিতিতে বিগ কে জানিয়ে ছিলেন আপনি ছাড়া অসম্পূর্ণ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আপনাকে আসতেই হবে। মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন আসতে। কিন্তু বাধ সাধল শরীর। বেশ কিছু দিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। সূত্রের খবর, বাড়ি ফেরার পরেও আসার ইচ্ছে ছিল বিগবির। শারীরিক ধকল নিতে পারবেন না ভেবেই আসলেন না। অমিতাভের না আসায় ভেঙে চুরমার হয়ে গেল হাজার হাজার দর্শককের আশা।



Conclusion:
Last Updated : Nov 8, 2019, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.