কলকাতা, 25 সেপ্টেম্বর : জলযন্ত্রণায় ভুগছে মানুষ ৷ ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাতের পর পাঁচদিন কেটে গেলেও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে এখনও জল জমে রয়েছে । আনন্দপুর, দীনেশ নগর, দাসপাড়া, মুকুন্দপুর, পূর্ব যাদবপুর, সার্ভে পার্ক, গড়িয়ার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন । এমনকি বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালগুলোর ভেতরেও ঢুকে গিয়েছে বৃষ্টির জল । এতে পানীয় জলে তীব্র সংকট তৈরি হয়েছে ওইসব এলাকাগুলিতে ।
উপরোক্ত এলাকাগুলির অধিকাংশ রাস্তা জলের নিচে । জমা জলে পানীয় জলের কলগুলি ডুবে গিয়েছে । পূর্ব যাদবপুরের অধিকাংশই বাড়ির সেফটি ট্যাংক বৃষ্টির জমা জলের নিচে । পরিস্থিতি এতটাই সংকটজনক যে টিউবওয়েলের চারপাশেও দেড় থেকে দুই ফুটের বেশি জল জমে রয়েছে । ফলে পানীয় জলের দূষণের সম্ভাবনা রয়েছে । সব মিলিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে । সংক্রমণের আশঙ্কা কলকাতা পৌরনিগম প্রতিদিন প্রায় 30টি পানীয় জলের গাড়ি পাঠাচ্ছে জলমগ্ন এলাকাগুলিতে ।
তবে পানীয় জলের সংকট মেটাতে তৎপর কলকাতা পৌরনিগম ৷ ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে দিনে দু'বার করে পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে পৌরনিগমের তরফ থেকে। এছাড়া স্থানীয় বাসিন্দারা ফোন করলেই পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে । কলকাতা পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দেবব্রত মজুমদার জানিয়েছেন, পূর্ব যাদবপুরের পরিস্থিতি ভয়ানক ৷ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে । পানীয় জলের সংকট তৈরি হয়েছে । বহু বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই । তাই পাম্প বন্ধ রয়েছে । বৃষ্টির জল যাওয়ার স্বাভাবিক পথগুলো বন্ধ করে বড় বড় আবাসন ও বাড়ি তৈরী হওয়ার ফলেই এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি । বিলাসবহুল আবাসনে থাকা মানুষেরা নিয়মিত জল কিনে খাচ্ছেন । এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি 500 টাকা দরে জল বিক্রি করছে । সবমিলিয়ে পরিস্থিতি যে খুবই খারাপ তা স্বীকার করে নিয়েছেন যাদবপুরের বিধায়ক ।
আরও পড়ুন : Weather Forecast : রবিবার থেকে টানা তিনদিন ভারী বৃষ্টি, বানভাসি হওয়ার আশঙ্কা
কলকাতা পৌর নিগমের নিকাশি বিভাগের প্রধান তারক সিং মুকুন্দপুর পরিস্থিতি দেখতে গিয়েছিলেন । চৌবাগা বানতলা লকগেট পরিদর্শন করেন তিনি । এছাড়া বিদ্যাধরী নদীর দিকে ঘুশিঘাটা পর্যন্ত পরিদর্শন করেন তিনি । তিনি জানিয়েছেন, শহরের লাগোয়া খালগুলির সংস্কারের প্রয়োজন রয়েছে ৷ না হলে এই সমস্যার সমাধান হবে না । তাহলে এতদিন ধরে সেচ দফতর কেন এই খালগুলি সংস্কার করেনি ? এই বিষয়ে কোনও সদুত্তর নেই সেচ দফতর বা কলকাতা পৌরনিগমের কাছে ।