ETV Bharat / state

2026 সালের আগেই ঘরে ঘরে পানীয় জল! লক্ষ্য স্থির করল রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর - Water Supply Work

Water Supply Work: আগামী 2026 সালের আগেই পৌর এলাকার সব ঘরে পানীয় জল পৌঁছানোর লক্ষ্য স্থির করল রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ৷

ETV Bharat
কলকাতা পৌরনিগম
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 1:41 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: 2026 সালের আগেই রাজ্যের সব পৌর এলাকায় পানীয় জলের একাধিক কাজ শেষ করবে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ কেন্দ্র-রাজ্যের যৌথ অর্থের প্রকল্প আমরুত 2.0 ৷ এই প্রকল্পে প্রতি ঘরে পানীয় জলের সংযোগ দিতে 10 হাজার কোটি টাকার পানীয় জলের প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৷ কলকাতা পৌরনিগম-সহ 128টি পৌরসভা, মিউনিসিপ্যালিটির নানা কাজ হবে ৷ এদিন সব কাজ নিয়ে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে মূল্যায়ন বৈঠক করলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বৈঠকে ছিলেন দফতরের আধিকারিকরা ।

পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, আমরুত 2.0 প্রকল্পে মোট বরাদ্দ 10 হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷ কেন্দ্রের টাকাও মিলেছে ৷ ফলে অর্থের কোনও সমস্যা নেই ৷ 7 হাজার 266 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে খরচের জন্য ৷ 5 হাজার 500 কোটি টাকার ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছে ৷ 4 হাজার 300 কোটি টাকার টেন্ডারও হয়ে গিয়েছে ৷

128টি পৌর এলাকার মধ্যে এই পানীয় জল প্রকল্পের সব কাজ 2026 সালের মধ্যেই শেষ করতে হবে বলেই এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৷ পাশাপশি জানা গিয়েছে প্রাথমিক লক্ষ্য 2025 সালের ডিসেম্বর মাস ৷

এক আধিকারিক জানান, এই প্রকল্পে কিছু জায়গায় নদী থেকে জল তোলা থেকে পরিশোধন করে তা বিভিন্ন এলাকায় পাম্পিং স্টেশনে পৌঁছনো ৷ সেখান থেকে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের লাইন দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷ বড় ধরনের কাজ হবে কলকাতা পৌরনিগম ছাড়াও রাজপুর, সোনারপুর মিউনিসিপ্যালিটি, পূজালী মিউনিসিপ্যালিটি, নিউটাউন এলাকা, বিধাননগর পৌরনিগম ৷

প্রসঙ্গত আগামী বছরের শুরুতেই লোকসভা ভোট ৷ এখন থেকেই নানা বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাজ্য ৷ তার মধ্যেই আমরুত 2.0 প্রকল্পে কেন্দ্রের আর্থিক সাহায্য মিলেছে রাজ্যে ৷ পানীয় জল নিয়ে শহর এলাকাগুলোয় বাড়তি নজর দিচ্ছে সরকার ৷ লক্ষ্য আগামী বিধানসভার আগে বিভিন্ন পৌর এলাকায় পানীয় জল সমস্যার সমাধান ৷

আরও পড়ুন:

  1. 2000 বর্গ মিটারের বেশি নির্মাণ হলেই গুনতে হবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো ও উন্নয়ন কর
  2. পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে আত্মহত্যার চেষ্টা কর্মীর, আটকাল কলকাতা পুলিশ
  3. রাতের কলকাতায় বেআইনি পার্কিং রুখতে ফের শুরু হচ্ছে পুলিশ ও পৌরনিগমের যৌথ অভিযান

কলকাতা, 2 ডিসেম্বর: 2026 সালের আগেই রাজ্যের সব পৌর এলাকায় পানীয় জলের একাধিক কাজ শেষ করবে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ কেন্দ্র-রাজ্যের যৌথ অর্থের প্রকল্প আমরুত 2.0 ৷ এই প্রকল্পে প্রতি ঘরে পানীয় জলের সংযোগ দিতে 10 হাজার কোটি টাকার পানীয় জলের প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৷ কলকাতা পৌরনিগম-সহ 128টি পৌরসভা, মিউনিসিপ্যালিটির নানা কাজ হবে ৷ এদিন সব কাজ নিয়ে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে মূল্যায়ন বৈঠক করলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বৈঠকে ছিলেন দফতরের আধিকারিকরা ।

পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, আমরুত 2.0 প্রকল্পে মোট বরাদ্দ 10 হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷ কেন্দ্রের টাকাও মিলেছে ৷ ফলে অর্থের কোনও সমস্যা নেই ৷ 7 হাজার 266 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে খরচের জন্য ৷ 5 হাজার 500 কোটি টাকার ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছে ৷ 4 হাজার 300 কোটি টাকার টেন্ডারও হয়ে গিয়েছে ৷

128টি পৌর এলাকার মধ্যে এই পানীয় জল প্রকল্পের সব কাজ 2026 সালের মধ্যেই শেষ করতে হবে বলেই এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৷ পাশাপশি জানা গিয়েছে প্রাথমিক লক্ষ্য 2025 সালের ডিসেম্বর মাস ৷

এক আধিকারিক জানান, এই প্রকল্পে কিছু জায়গায় নদী থেকে জল তোলা থেকে পরিশোধন করে তা বিভিন্ন এলাকায় পাম্পিং স্টেশনে পৌঁছনো ৷ সেখান থেকে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের লাইন দেওয়ার পরিকল্পনা রয়েছে ৷ বড় ধরনের কাজ হবে কলকাতা পৌরনিগম ছাড়াও রাজপুর, সোনারপুর মিউনিসিপ্যালিটি, পূজালী মিউনিসিপ্যালিটি, নিউটাউন এলাকা, বিধাননগর পৌরনিগম ৷

প্রসঙ্গত আগামী বছরের শুরুতেই লোকসভা ভোট ৷ এখন থেকেই নানা বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাজ্য ৷ তার মধ্যেই আমরুত 2.0 প্রকল্পে কেন্দ্রের আর্থিক সাহায্য মিলেছে রাজ্যে ৷ পানীয় জল নিয়ে শহর এলাকাগুলোয় বাড়তি নজর দিচ্ছে সরকার ৷ লক্ষ্য আগামী বিধানসভার আগে বিভিন্ন পৌর এলাকায় পানীয় জল সমস্যার সমাধান ৷

আরও পড়ুন:

  1. 2000 বর্গ মিটারের বেশি নির্মাণ হলেই গুনতে হবে পানীয় জল সরবরাহের পরিকাঠামো ও উন্নয়ন কর
  2. পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে আত্মহত্যার চেষ্টা কর্মীর, আটকাল কলকাতা পুলিশ
  3. রাতের কলকাতায় বেআইনি পার্কিং রুখতে ফের শুরু হচ্ছে পুলিশ ও পৌরনিগমের যৌথ অভিযান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.