ETV Bharat / state

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা - উত্তরবঙ্গের আবহাওয়া

নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ।

Warning of heavy rains in several districts of South Bengal
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা
author img

By

Published : Aug 4, 2020, 11:44 AM IST

কলকাতা, 4 অগাস্ট : আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । এই জেলাগুলিতে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহওয়া অফিস ৷ কলকাতাতেও দু'-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ যা আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে ৷ অপরদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এই দুইয়ের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গজুড়েই চলবে বৃষ্টিপাত ৷

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে সমুদ্র উত্তাল হতে পারে ৷ তাই আগামী দু'দিন মৎসজীবীদের দিঘার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ উপকূলবর্তী জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

অপরদিকে, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে ৷ গতকাল রাত থেকে শহরজুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত৷ আজ ও আগামীকাল শহরজুড়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ছিল ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ছিল ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমান সর্বোচ্চ 97 শতাংশ, সর্বোনিম্ন 55 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 20 মিলিমিটার ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

কলকাতা, 4 অগাস্ট : আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । এই জেলাগুলিতে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহওয়া অফিস ৷ কলকাতাতেও দু'-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ যা আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে ৷ অপরদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এই দুইয়ের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গজুড়েই চলবে বৃষ্টিপাত ৷

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে সমুদ্র উত্তাল হতে পারে ৷ তাই আগামী দু'দিন মৎসজীবীদের দিঘার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ উপকূলবর্তী জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

অপরদিকে, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে ৷ গতকাল রাত থেকে শহরজুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত৷ আজ ও আগামীকাল শহরজুড়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ছিল ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ছিল ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমান সর্বোচ্চ 97 শতাংশ, সর্বোনিম্ন 55 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 20 মিলিমিটার ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.