ETV Bharat / state

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর শিবপুজোর ধরন নিয়ে সরব বিজেপি, পালটা জবাব তৃণমূলের - বিজেপি

War of Words Between TMC and BJP: সম্প্রতি কালীঘাটের নকুলেশ্বর ভৈরব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্মের অবমাননার অভিযোগ এনেছে বিজেপি ৷ পালটা জবাব দিয়েছে তৃণমূলও ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Aug 8, 2023, 1:52 PM IST

কলকাতা, 8 অগস্ট: কালীঘাটের নকুলেশ্বর ভৈরব মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুজো দেওয়াকে কেন্দ্র করে টুইটারে সরব হয় বিজেপি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে আইটি সেলের নেতা অমিত মালব্য এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন । যদিও পালটা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও ৷ বিজেপি সবকিছু শকুনের দৃষ্টি দিয়ে দেখে বলেও কটাক্ষ করা হয়েছে তাদের তরফে ৷ বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের আচার ও বিশ্বাসকে অবমাননা করছেন । সেই অভিযোগের জবাব দিতে ওই মন্দিরের পুরোহিতদের বক্তব্য সামনে এনেছে বাংলার শাসক দল ৷

মমতার বিরুদ্ধে বিজেপির অভিযোগ: বিজেপির তরফ থেকে যে ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়, তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে পুজো দিচ্ছেন তাতেই আপত্তি বিজেপি নেতাদের । এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, মমতা যেভাবে ফুল মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট যে তিনি (মমতা) পুজো করায় বিশ্বাসী নন । পুজো করার সময় মমতার ভাব ভঙ্গিমায় কোনও ভক্তির প্রতিফলন নেই । তাই তাঁর প্রশ্ন, ‘‘আপনি তাহলে কেন পুজো দিতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? মহাদেবকে এভাবে অপমান করে কি আপনি আপনার ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে চান ?’’

  • The way she is throwing the offerings on Mahadev makes it clear that she doesn’t believe in the worshiping

    She doesn’t show any devotion & respect while worshiping.

    What forced you to do this CM @MamataOfficial ? Is this act of disrespect for Mahadev to please your vote bank ? pic.twitter.com/gC4tMwM5xV

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নাম পরিবর্তন হলেই মনোভাব বদলায় না, বিরোধী জোটকে কটাক্ষ সুকান্তর

তৃণমূল কংগ্রেসের পালটা জবাব: বিজেপির এই টুইটের পালটা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও । এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পালটা টুইট, শকুনের দৃষ্টি থেকে এই টুইট করেছেন বিজেপি নেতারা ৷ মূলত, তাঁদের উদ্দেশ্য বিভাজন ও মেরুকরণ । উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে চোট লেগেছিল । যন্ত্রণা থাকায় তিনি দাঁড়িয়ে পুজো দেন । মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পুজো দিলেও তিনি রীতি ও আচার মেনেই পুজো দিয়েছেন ৷ ফলে নিয়ম অমান্য করার যে অভিযোগ বিজেপি করছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ।

পুরোহিতদের বক্তব্য: এই নিয়ে পুরোহিতের বক্তব্য প্রকাশ করেছে রাজ্যের শাসক দল । সেই ভিডিয়োতে ওই মন্দিরের পুরোহিত বলছেন, ‘‘মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই এসেছিলেন ৷ আমরা তাঁকে বসার জন্য চেয়ার অফার করেছিলাম । কিন্তু তিনি বলেন বাবার সামনে আমি চেয়ারে বসব না । তিনি দাঁড়িয়েই পুজো দেন ।’’

  • Hon’ble Chairperson, @MamataOfficial’s heartfelt act of enduring pain to perform the rituals while standing did not escape the vulture-like gaze of @BJP4India propagandists, who wasted no time in twisting the situation to further their divisive and polarizing narrative.

    The head… pic.twitter.com/GwwicKwCvv

    — All India Trinamool Congress (@AITCofficial) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন পুরোহিতদের তরফ থেকে আরও জানানো হয় যে একা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, অতীতে অনেক নেতা-নেত্রী ওই মন্দিরে গিয়ে দাঁড়িয়ে পুজো দিয়েছেন । সেই তালিকায় বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডারও নাম করেন তাঁরা ।

আরও পড়ুন: বাংলায় বিভাজন ছড়ানোই বিজেপির গোপন অ্যাজেন্ডা, বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর

পুরোহিতদের তরফ থেকে আরও বলছেন, ‘‘দাঁড়িয়ে পুজো দিতে অসুবিধা কোথায়! সর্বত্রই শিবমূর্তি গভীরে থাকে । এখানেও বাবা গভীরে রয়েছেন । অসুবিধার জন্য উনি বসতে পারেন না ৷ তাই তিনি দাঁড়িয়ে পুজো দিয়েছেন । এতে অসুবিধা কোথায় ! আমরাও তো কাশী বিশ্বনাথে গিয়েছি । যেহেতু সেখানে রেলিং দেওয়া থাকে আমরা দাঁড়িয়েই ফুল দিয়েছি । তার জন্য কি তিনি পুজো নেননি ?’’

কলকাতা, 8 অগস্ট: কালীঘাটের নকুলেশ্বর ভৈরব মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুজো দেওয়াকে কেন্দ্র করে টুইটারে সরব হয় বিজেপি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে আইটি সেলের নেতা অমিত মালব্য এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন । যদিও পালটা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও ৷ বিজেপি সবকিছু শকুনের দৃষ্টি দিয়ে দেখে বলেও কটাক্ষ করা হয়েছে তাদের তরফে ৷ বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের আচার ও বিশ্বাসকে অবমাননা করছেন । সেই অভিযোগের জবাব দিতে ওই মন্দিরের পুরোহিতদের বক্তব্য সামনে এনেছে বাংলার শাসক দল ৷

মমতার বিরুদ্ধে বিজেপির অভিযোগ: বিজেপির তরফ থেকে যে ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়, তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে পুজো দিচ্ছেন তাতেই আপত্তি বিজেপি নেতাদের । এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, মমতা যেভাবে ফুল মহাদেবের দিকে ছুঁড়ে দিচ্ছেন, তাতে এটা স্পষ্ট যে তিনি (মমতা) পুজো করায় বিশ্বাসী নন । পুজো করার সময় মমতার ভাব ভঙ্গিমায় কোনও ভক্তির প্রতিফলন নেই । তাই তাঁর প্রশ্ন, ‘‘আপনি তাহলে কেন পুজো দিতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? মহাদেবকে এভাবে অপমান করে কি আপনি আপনার ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে চান ?’’

  • The way she is throwing the offerings on Mahadev makes it clear that she doesn’t believe in the worshiping

    She doesn’t show any devotion & respect while worshiping.

    What forced you to do this CM @MamataOfficial ? Is this act of disrespect for Mahadev to please your vote bank ? pic.twitter.com/gC4tMwM5xV

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নাম পরিবর্তন হলেই মনোভাব বদলায় না, বিরোধী জোটকে কটাক্ষ সুকান্তর

তৃণমূল কংগ্রেসের পালটা জবাব: বিজেপির এই টুইটের পালটা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও । এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পালটা টুইট, শকুনের দৃষ্টি থেকে এই টুইট করেছেন বিজেপি নেতারা ৷ মূলত, তাঁদের উদ্দেশ্য বিভাজন ও মেরুকরণ । উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে চোট লেগেছিল । যন্ত্রণা থাকায় তিনি দাঁড়িয়ে পুজো দেন । মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পুজো দিলেও তিনি রীতি ও আচার মেনেই পুজো দিয়েছেন ৷ ফলে নিয়ম অমান্য করার যে অভিযোগ বিজেপি করছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ।

পুরোহিতদের বক্তব্য: এই নিয়ে পুরোহিতের বক্তব্য প্রকাশ করেছে রাজ্যের শাসক দল । সেই ভিডিয়োতে ওই মন্দিরের পুরোহিত বলছেন, ‘‘মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই এসেছিলেন ৷ আমরা তাঁকে বসার জন্য চেয়ার অফার করেছিলাম । কিন্তু তিনি বলেন বাবার সামনে আমি চেয়ারে বসব না । তিনি দাঁড়িয়েই পুজো দেন ।’’

  • Hon’ble Chairperson, @MamataOfficial’s heartfelt act of enduring pain to perform the rituals while standing did not escape the vulture-like gaze of @BJP4India propagandists, who wasted no time in twisting the situation to further their divisive and polarizing narrative.

    The head… pic.twitter.com/GwwicKwCvv

    — All India Trinamool Congress (@AITCofficial) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন পুরোহিতদের তরফ থেকে আরও জানানো হয় যে একা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, অতীতে অনেক নেতা-নেত্রী ওই মন্দিরে গিয়ে দাঁড়িয়ে পুজো দিয়েছেন । সেই তালিকায় বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডারও নাম করেন তাঁরা ।

আরও পড়ুন: বাংলায় বিভাজন ছড়ানোই বিজেপির গোপন অ্যাজেন্ডা, বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর

পুরোহিতদের তরফ থেকে আরও বলছেন, ‘‘দাঁড়িয়ে পুজো দিতে অসুবিধা কোথায়! সর্বত্রই শিবমূর্তি গভীরে থাকে । এখানেও বাবা গভীরে রয়েছেন । অসুবিধার জন্য উনি বসতে পারেন না ৷ তাই তিনি দাঁড়িয়ে পুজো দিয়েছেন । এতে অসুবিধা কোথায় ! আমরাও তো কাশী বিশ্বনাথে গিয়েছি । যেহেতু সেখানে রেলিং দেওয়া থাকে আমরা দাঁড়িয়েই ফুল দিয়েছি । তার জন্য কি তিনি পুজো নেননি ?’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.