ETV Bharat / state

"মেয়র পদে ববি দা'কে চাই", শোভনের পর ফিরহাদের পোস্টার শ্যামবাজারে - কলকাতা

গতকাল শোভন চট্টোপাধ্যায়ের পোস্টার ছড়িয়েছিল দক্ষিণ কলকাতাজুড়ে ৷ আজ সকালে দেখা গেল ফিরহাদ হাকিমের পোস্টার ৷ যদিও ফিরহাদ জানান, এটা কেউ মজা করে করছে ৷ তবে, BJP নেতা সায়ন্তন বসুর কথায় "ফিরহাদ হাকিমকে মেয়র থাকার পরও পোস্টার লাগিয়ে প্রচার করতে হচ্ছে ৷ এটা সত্যি লজ্জার বিষয় ৷"

শ্যামবাজারে ফিরহাদের পোস্টার
শ্যামবাজারে ফিরহাদের পোস্টার
author img

By

Published : Feb 22, 2020, 8:14 PM IST

Updated : Feb 22, 2020, 8:51 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যানারের পর আজ সকালে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে দেখা গেল বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের পোস্টার ৷ গতকাল পদ্মফুল চিহ্নে শোভন চট্টোপাধ্যায়কে মেয়র পদে দেখতে চাই, এমনই পোস্টার ছড়িয়েছিল দক্ষিণ কলকাতাজুড়ে ৷ সঙ্গে পোস্টারে লেখা ছিল, "পৌরনিগমের বেহাল দশা ফেরাতে পুনরায় শোভন চট্টোপাধ্যায়কে প্রয়োজন ৷" আজ যেন তারই পালটা জবাবে উত্তর কলকাতায় শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে ফিরহাদ হাকিমের সমর্থনে এই ব্যানার দেখা গেল ৷

ব্যানারে লেখা, "ধন্যবাদ কলকাতার মহানাগরিক শ্রী ববি হাকিম মহাশয়কে ৷ মাত্র এক বছরের মধ্যে কলকাতাকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসনে বসিয়ে এক অনন্য থেকে অন্যতম নজির গড়ার জন্য । আপনার অসাধারণ প্রশাসনিক দক্ষতাকে জানাই কুর্নিশ ও ধন্যবাদ ৷ যার জন্য কলকাতা কর্পোরেশন পুনরায় তা স্ব-গরিমায় মানুষের সেবায় বিরাজ করছে ।" ব্যানারের নিচে লেখা, "ববি দা'কে আবার চাই ৷ কলকাতায় নাগরিকবৃন্দ পক্ষ থেকে সৃজন বোস কর্তৃক প্রচারিত ৷"

মজা করে কেউ পোস্টার লাগিয়েছে বলে জানান ফিরহাদ হাকিম

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টিকে মজাচ্ছলে কেউ করেছে এমন বলেন । তিনি বলেন, "যে বা যারা এটা করেছে, তা সম্পূর্ণ ইয়ার্কি বা মজা করে এই কাজ করেছে । বিষয়টিতে কোনও গুরুত্ব নেই । পুনরায় মেয়র পদে আমি দাঁড়াব কি না, তা একমাত্র দলই সিদ্ধান্ত নেবে ।" বিষয়টিতে গুরুত্ব দিতেই নারাজ তিনি ।

অন্যদিকে, BJP নেতা সায়ন্তন বসু বলেন, "তৃণমূল BJP-র সঙ্গে প্রতিযোগিতা শুরু করতে চাইছে । তাই তারা পোস্টার লাগাতে ব্যস্ত । আমরা শোভন চট্টোপাধ্যায়ের পোস্টার লাগাইনি । কিন্তু, তৃণমূল প্রতিযোগিতা শুরু করল । মেয়র থাকার পরও ফিরহাদ হাকিমকে পোস্টার লাগিয়ে প্রচার করতে হচ্ছে ৷ এটা সত্যি লজ্জার বিষয় ৷"

কলকাতা, 22 ফেব্রুয়ারি : প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যানারের পর আজ সকালে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে দেখা গেল বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের পোস্টার ৷ গতকাল পদ্মফুল চিহ্নে শোভন চট্টোপাধ্যায়কে মেয়র পদে দেখতে চাই, এমনই পোস্টার ছড়িয়েছিল দক্ষিণ কলকাতাজুড়ে ৷ সঙ্গে পোস্টারে লেখা ছিল, "পৌরনিগমের বেহাল দশা ফেরাতে পুনরায় শোভন চট্টোপাধ্যায়কে প্রয়োজন ৷" আজ যেন তারই পালটা জবাবে উত্তর কলকাতায় শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে ফিরহাদ হাকিমের সমর্থনে এই ব্যানার দেখা গেল ৷

ব্যানারে লেখা, "ধন্যবাদ কলকাতার মহানাগরিক শ্রী ববি হাকিম মহাশয়কে ৷ মাত্র এক বছরের মধ্যে কলকাতাকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসনে বসিয়ে এক অনন্য থেকে অন্যতম নজির গড়ার জন্য । আপনার অসাধারণ প্রশাসনিক দক্ষতাকে জানাই কুর্নিশ ও ধন্যবাদ ৷ যার জন্য কলকাতা কর্পোরেশন পুনরায় তা স্ব-গরিমায় মানুষের সেবায় বিরাজ করছে ।" ব্যানারের নিচে লেখা, "ববি দা'কে আবার চাই ৷ কলকাতায় নাগরিকবৃন্দ পক্ষ থেকে সৃজন বোস কর্তৃক প্রচারিত ৷"

মজা করে কেউ পোস্টার লাগিয়েছে বলে জানান ফিরহাদ হাকিম

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টিকে মজাচ্ছলে কেউ করেছে এমন বলেন । তিনি বলেন, "যে বা যারা এটা করেছে, তা সম্পূর্ণ ইয়ার্কি বা মজা করে এই কাজ করেছে । বিষয়টিতে কোনও গুরুত্ব নেই । পুনরায় মেয়র পদে আমি দাঁড়াব কি না, তা একমাত্র দলই সিদ্ধান্ত নেবে ।" বিষয়টিতে গুরুত্ব দিতেই নারাজ তিনি ।

অন্যদিকে, BJP নেতা সায়ন্তন বসু বলেন, "তৃণমূল BJP-র সঙ্গে প্রতিযোগিতা শুরু করতে চাইছে । তাই তারা পোস্টার লাগাতে ব্যস্ত । আমরা শোভন চট্টোপাধ্যায়ের পোস্টার লাগাইনি । কিন্তু, তৃণমূল প্রতিযোগিতা শুরু করল । মেয়র থাকার পরও ফিরহাদ হাকিমকে পোস্টার লাগিয়ে প্রচার করতে হচ্ছে ৷ এটা সত্যি লজ্জার বিষয় ৷"

Last Updated : Feb 22, 2020, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.