কলকাতা, 5 নভেম্বর: অধ্যাপক-অধ্যাপিকাদের বেতন বৃদ্ধির দিনই একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ভোকেশনাল শিক্ষকরা । সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান ভোকেশনাল শিক্ষকদের একাংশ । জানা যায়, মুখ্যমন্ত্রী তাঁদের দাবিপত্র গ্রহণ করেন এবং গোটা প্রক্রিয়া সম্পর্কে অর্থ দপ্তরে খোঁজ খবর নেন । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷
বেতন বৃদ্ধির দাবিতে ভোকেশনাল শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের । এর আগেও তাঁরা শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন । কিন্তু, তাতে কোনও কাজ হয়নি । অভিযোগ, সর্বস্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধি হলেও তাঁদের হয়নি ।
আজ আবারও ভোকেশনাল যৌথ মঞ্চের আহ্বায়ক বাঁশিকান্ত রায় এবং উল্লাস ভৌমিক ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র পেশ করেন । সাক্ষাতের পর তাঁরা জানান, কালীঘাট থেকে খবর নিয়ে জানানো হয়েছে ফাইল আটকে আছে অর্থ দপ্তরে । মুখ্যমন্ত্রীর দপ্তরের খবর, দাবিপত্র প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷