ETV Bharat / state

বেতন বৃদ্ধির দাবিতে এবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ভোকেশনাল শিক্ষকেরা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ভোকেশনাল শিক্ষকরা

বেতন বৃদ্ধির দাবিতে ভোকেশনাল শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের । এর আগেও তাঁরা শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন । কিন্তু, তাতে কোনও কাজ হয়নি । অভিযোগ, সর্বস্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধি হলেও তাঁদের হয়নি ।

mamata
author img

By

Published : Nov 5, 2019, 11:49 PM IST

কলকাতা, 5 নভেম্বর: অধ্যাপক-অধ্যাপিকাদের বেতন বৃদ্ধির দিনই একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ভোকেশনাল শিক্ষকরা । সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান ভোকেশনাল শিক্ষকদের একাংশ । জানা যায়, মুখ্যমন্ত্রী তাঁদের দাবিপত্র গ্রহণ করেন এবং গোটা প্রক্রিয়া সম্পর্কে অর্থ দপ্তরে খোঁজ খবর নেন । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷

বেতন বৃদ্ধির দাবিতে ভোকেশনাল শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের । এর আগেও তাঁরা শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন । কিন্তু, তাতে কোনও কাজ হয়নি । অভিযোগ, সর্বস্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধি হলেও তাঁদের হয়নি ।

আজ আবারও ভোকেশনাল যৌথ মঞ্চের আহ্বায়ক বাঁশিকান্ত রায় এবং উল্লাস ভৌমিক ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র পেশ করেন । সাক্ষাতের পর তাঁরা জানান, কালীঘাট থেকে খবর নিয়ে জানানো হয়েছে ফাইল আটকে আছে অর্থ দপ্তরে । মুখ্যমন্ত্রীর দপ্তরের খবর, দাবিপত্র প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

কলকাতা, 5 নভেম্বর: অধ্যাপক-অধ্যাপিকাদের বেতন বৃদ্ধির দিনই একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ভোকেশনাল শিক্ষকরা । সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান ভোকেশনাল শিক্ষকদের একাংশ । জানা যায়, মুখ্যমন্ত্রী তাঁদের দাবিপত্র গ্রহণ করেন এবং গোটা প্রক্রিয়া সম্পর্কে অর্থ দপ্তরে খোঁজ খবর নেন । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷

বেতন বৃদ্ধির দাবিতে ভোকেশনাল শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের । এর আগেও তাঁরা শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন । কিন্তু, তাতে কোনও কাজ হয়নি । অভিযোগ, সর্বস্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধি হলেও তাঁদের হয়নি ।

আজ আবারও ভোকেশনাল যৌথ মঞ্চের আহ্বায়ক বাঁশিকান্ত রায় এবং উল্লাস ভৌমিক ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র পেশ করেন । সাক্ষাতের পর তাঁরা জানান, কালীঘাট থেকে খবর নিয়ে জানানো হয়েছে ফাইল আটকে আছে অর্থ দপ্তরে । মুখ্যমন্ত্রীর দপ্তরের খবর, দাবিপত্র প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

Intro:
বেতন বৃদ্ধির দাবিতে এবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ভোকেশনাল শিক্ষকেরা

কলকাতা, ৫ নভেম্বর: আজ অধ্যাপক- অধ্যাপিকাদের বেতন বৃদ্ধির দিনই একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ভোকেশনাল শিক্ষকেরা। সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান ভোকেশনাল শিক্ষকদের একাংশ। জানা যায়, মুখ্যমন্ত্রী তাঁদের দাবি পত্র গ্রহণ করেন এবং গোটা প্রক্রিয়া সম্পর্কে অর্থ দপ্তরে খোঁজ খবর নেন। এরপরে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি
Body:বেতন বৃদ্ধির দাবিতে ভোকেশনাল শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের। এর আগেও তাঁরা শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। এদের অভিযোগ, সর্বস্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধি হলেও তাঁদের হয়নি। আজ আবারও ভোকেশনাল যৌথ মঞ্চের আহ্বায়ক বাশি কান্ত রায় এবং উল্লাস ভৌমিক ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি পত্র পেশ করেন। সাক্ষাৎয়ের পর তাঁরা জানান,।
কালিঘাট থেকে খবর নিয়ে জানানো হয়েছে ফাইল আটকে আছে অর্থ দপ্তরে। OSD নিজে বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবগত করেন।
মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে দাবি পত্র তার প্রিন্সিপাল সেক্রেটারির গৌতম সান্যালের হাতে তুলে দেন এবং খবর নিতে বলেন। বিষয় সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানানো হবে বলে জানান তিনি।
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.