কলকাতা, 2 জুন : তৃণমূলের বঙ্গজননী বাহিনীর পালটা দুর্গা বাহিনী তৈরি করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) । 20 হাজার মহিলাকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তারা । দক্ষিণবঙ্গের সবকটি সাংগঠনিক জেলায় এই প্রশিক্ষণ চলবে ।
30 মে নৈহাটি পৌরসভার সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে RSS-র পালটা জয়হিন্দু ও বঙ্গজননী বাহিনী তৈরির কথা ঘোষণা করেন । আজ বিশ্ব হিন্দু পরিষদের তরফে বঙ্গজননীর পালটা বাহিনী তৈরির কথা জানানো হয় । মূলত গ্রাম বাংলায় এই বাহিনী গরিব মহিলাদের জন্য কাজ করবে । বাল্যবিবাহ, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে তাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ । এছাড়া হিন্দুত্ববাদী আর্দশের ভাবধারা জাগ্রত করা হবে ।
31 মে থেকে কৃষ্ণনগরে শুরু হয়েছে দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শিবির । চলবে 5 জুন পর্যন্ত । শিবিরে 170 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে । দক্ষিণবঙ্গের 30টি সাংগঠনিক জেলা থেকে বাছাই করে সদস্যদের নাম পাঠিয়েছে জেলা কমিটি । তারই ভিত্তিতে চলবে এই প্রশিক্ষণ ।
কী কী থাকছে দুর্গা বাহিনীর প্রশিক্ষণে ?
বৌদ্ধিক বিকাশের জন্য থাকছে যোগাসন, প্রাণায়ম । আত্মরক্ষার জন্য ক্যারাটে, জুডো শেখানো হচ্ছে । শিবিরের শেষদিনে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় নেতৃত্ব।
বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক (পূর্বাঞ্চল) সচিন্দ্রনাথ সিং বলেন, "বাংলায় ক্রমেই শক্তিশালী হচ্ছে দুর্গা বাহিনী । বয়সের বিচারে এই বাহিনীর দু'টি নাম দেওয়া হয়েছে । 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা দুর্গা বাহিনীর সদস্য হতে পারেন । 30 বছরের উপরে যাদের বয়স, তাঁদের জন্য মাতৃশক্তি বাহিনী ।" তিনি আরও বলেন, "দুর্গা বাহিনীর সদস্যদের এয়ারগান চালানোর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ।"