ETV Bharat / state

হিংসায় আর্থিক মদতের অভিযোগ পিএফআই-র বিরুদ্ধে, কলকাতা ও মুর্শিদাবাদে তল্লাশি ইডি-র

আজ সকাল থেকে মুর্শিদাবাদে তিন জায়গায় এবং কলকাতার একটি জায়গায় চলে তল্লাশি । অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশজোড়া আন্দোলনে আর্থিক সাহায্য দিয়েছে পিএফআই । উদ্ধার হয় প্রায় 100 কোটি টাকা যা হিংসা ছড়াতে সাহায্য করেছে ফ্রন্ট ।

ED searches in Kolkata and Murshidabad
কলকাতা ও মুর্শিদাবাদে তল্লাশি ইডি-র
author img

By

Published : Dec 3, 2020, 11:04 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : দেশজুড়ে হিংসায় মদত দেওয়ার অভিযোগ । মূলত নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদের সময় দেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়াতে আর্থিক মদত দেওয়া হয়েছিল । সেই অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(পিএফআই)-এর কলকাতা এবং মুর্শিদাবাদের অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এই অফিসগুলোতে তল্লাশি চালিয়ে বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা ।

আজ সকাল থেকে মুর্শিদাবাদে তিন জায়গায় এবং কলকাতার একটি জায়গায় চলে তল্লাশি । কলকাতার 58/সি তিলজলা রোডে তল্লাশি চালানো হয় । চারটি দলে ভাগ হয়ে মোট 30 জন আধিকারিক এই তল্লাশি অভিযানে অংশ নেয় । অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশজোড়া আন্দোলনে আর্থিক সাহায্য দিয়েছে পিএফআই । এই কারণেই এর আগে দেশের অন্য প্রান্তেও তল্লাশি চালানো হয় । সেই তল্লাশিতে উঠে আসে প্রায় 100 কোটি টাকা যা হিংসা ছড়াতে সাহায্য করেছে ফ্রন্ট ।

আরও পড়ুন : 5 জানুয়ারি মুর্শিদাবাদে CAA বিরোধী সভা ডাকল বিতর্কিত সংগঠন PFI ​​​​​​​

কলকাতার তল্লাশিতে কী উঠে এসেছে তা অবশ্য সরকারিভাবে এখনও পর্যন্ত জানায়নি ইডি । সূত্রের খবর, এখানেও বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু নথিপত্র । এই নথি তদন্তে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন তদন্তকারীরা ।

কলকাতা, 3 ডিসেম্বর : দেশজুড়ে হিংসায় মদত দেওয়ার অভিযোগ । মূলত নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদের সময় দেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়াতে আর্থিক মদত দেওয়া হয়েছিল । সেই অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(পিএফআই)-এর কলকাতা এবং মুর্শিদাবাদের অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । এই অফিসগুলোতে তল্লাশি চালিয়ে বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা ।

আজ সকাল থেকে মুর্শিদাবাদে তিন জায়গায় এবং কলকাতার একটি জায়গায় চলে তল্লাশি । কলকাতার 58/সি তিলজলা রোডে তল্লাশি চালানো হয় । চারটি দলে ভাগ হয়ে মোট 30 জন আধিকারিক এই তল্লাশি অভিযানে অংশ নেয় । অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশজোড়া আন্দোলনে আর্থিক সাহায্য দিয়েছে পিএফআই । এই কারণেই এর আগে দেশের অন্য প্রান্তেও তল্লাশি চালানো হয় । সেই তল্লাশিতে উঠে আসে প্রায় 100 কোটি টাকা যা হিংসা ছড়াতে সাহায্য করেছে ফ্রন্ট ।

আরও পড়ুন : 5 জানুয়ারি মুর্শিদাবাদে CAA বিরোধী সভা ডাকল বিতর্কিত সংগঠন PFI ​​​​​​​

কলকাতার তল্লাশিতে কী উঠে এসেছে তা অবশ্য সরকারিভাবে এখনও পর্যন্ত জানায়নি ইডি । সূত্রের খবর, এখানেও বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু নথিপত্র । এই নথি তদন্তে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.