ETV Bharat / state

Civic Volunteer: সিভিক ভলান্টিয়াররা ওয়াকি টকি ব্যবহার করতে পারবেন না, জানালেন নগরপাল - Civic volunteers cannot use walkie talkies

আর ওয়াকি টকি ব্যবহার করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteer)৷ এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷

Etv Bharat
সিভিক ভলান্টিয়াররা ওয়াকি টকি ব্যবহার করতে পারবেন না
author img

By

Published : Dec 2, 2022, 10:48 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: কর্তব্যরত অবস্থায় ট্রাফিক সামলানোর জন্য এবার আর ওয়াকি টকি ব্যবহার করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা (Vineet Goyal Says that Civic Volunteers Cannot Use Walkie Talkie)। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । এই নির্দেশ সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে শহরের 25টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের কাছে । এমনকি এদিন তিনি অতিরিক্ত যে ওয়াকিগুলি পড়ে রয়েছে তা যেন সত্ত্বর লালবাজারের ট্রাফিক বিভাগে ফেরত দিয়ে দেওয়া হয় এমন নির্দেশ দেন ।

সাধারণত কলকাতার রাজপথে যান নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রাস্তার মোড়ে ট্রাফিক সার্জেন্ট ছাড়াও কনস্টেবল এবং হোম গার্ড এবং বিশেষ করে সিভিক ভলান্টিয়াররা ওয়াকি টকি ব্যবহার করে থাকেন ।

লালবাজার সূত্রের খবর, শহর জুড়ে এখন স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা রয়েছে । শহরের মোট 7টি সিসিটিভি ক্যামেরা রয়েছে । ফলে এক্ষেত্রে ট্রাফিক সংক্রান্ত বিষয় ওয়াকি টকির মাধ্যমে খুব একটা জানানোর প্রয়োজন হয় না । কোন নির্দেশ কখন কীভাবে দিতে হবে তার কোনও প্রশিক্ষণ পর্যন্ত নেই সিভিক ভলান্টিয়ারদের কাছে । ফলে সারাক্ষণ ট্রাফিক গার্ডে সিভিক ভলান্টিয়ারদের দ্বারা একাধিক বার্তা আসে ওয়াকি টকির মাধ্যমে ।

যদিও এই বিষয়ে লালবাজারের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, যে জায়গায় সিভিক ভলান্টিয়ারকে ওয়াকি টকি ব্যবহার করতেই হবে তাছাড়া কোনও উপায় নেই সেক্ষেত্রে ব্যাপারটি ভেবে চিন্তে দেখা যেতে পারে ।

আরও পড়ুন : কোচবিহারে উশুতে জাতীয় স্তরে রুপো জিতলেন সিভিক ভলান্টিয়ার

কলকাতা, 2 ডিসেম্বর: কর্তব্যরত অবস্থায় ট্রাফিক সামলানোর জন্য এবার আর ওয়াকি টকি ব্যবহার করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা (Vineet Goyal Says that Civic Volunteers Cannot Use Walkie Talkie)। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । এই নির্দেশ সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে শহরের 25টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের কাছে । এমনকি এদিন তিনি অতিরিক্ত যে ওয়াকিগুলি পড়ে রয়েছে তা যেন সত্ত্বর লালবাজারের ট্রাফিক বিভাগে ফেরত দিয়ে দেওয়া হয় এমন নির্দেশ দেন ।

সাধারণত কলকাতার রাজপথে যান নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রাস্তার মোড়ে ট্রাফিক সার্জেন্ট ছাড়াও কনস্টেবল এবং হোম গার্ড এবং বিশেষ করে সিভিক ভলান্টিয়াররা ওয়াকি টকি ব্যবহার করে থাকেন ।

লালবাজার সূত্রের খবর, শহর জুড়ে এখন স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা রয়েছে । শহরের মোট 7টি সিসিটিভি ক্যামেরা রয়েছে । ফলে এক্ষেত্রে ট্রাফিক সংক্রান্ত বিষয় ওয়াকি টকির মাধ্যমে খুব একটা জানানোর প্রয়োজন হয় না । কোন নির্দেশ কখন কীভাবে দিতে হবে তার কোনও প্রশিক্ষণ পর্যন্ত নেই সিভিক ভলান্টিয়ারদের কাছে । ফলে সারাক্ষণ ট্রাফিক গার্ডে সিভিক ভলান্টিয়ারদের দ্বারা একাধিক বার্তা আসে ওয়াকি টকির মাধ্যমে ।

যদিও এই বিষয়ে লালবাজারের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, যে জায়গায় সিভিক ভলান্টিয়ারকে ওয়াকি টকি ব্যবহার করতেই হবে তাছাড়া কোনও উপায় নেই সেক্ষেত্রে ব্যাপারটি ভেবে চিন্তে দেখা যেতে পারে ।

আরও পড়ুন : কোচবিহারে উশুতে জাতীয় স্তরে রুপো জিতলেন সিভিক ভলান্টিয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.