ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় ভিডিয়ো কনফারেন্সে বঙ্গ BJP - Corona Virus

আজ BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে 18 জন সাংসদদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স হয় ৷ তাতে কোরোনা মোকাবিলায় রাজ্যের সামগ্রিক রিপোর্ট নিয়ে আলোচনা হয় ৷

video conference of Bengal BJP
ভিডিয়ো কনফারেন্সে বঙ্গ BJP
author img

By

Published : Apr 13, 2020, 6:43 PM IST

কলকাতা, 13এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্যের সামগ্রিক রিপোর্ট নিয়ে ভিডিয়ো কনফারেন্স করল বঙ্গ BJP ৷ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দশে এই বৈঠক হয় । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে এই বৈঠক হয় । মূলত, BJP-র 18 জন সাংসদদের থেকে নিজের এলাকাগুলির অবস্থা সম্পর্কে জানতে চায় BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব । সমস্ত সাংসদই নিজের নিজের এলাকার সামগ্রিক অবস্থা সম্পর্কে জানান ।

সূত্রের খবর, প্রতিটি সাংসদই এই কনফারেন্সে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ করেন তারা ত্রাণ বিলি করতে পারছেন না । বেশির ভাগ জায়গায় পুলিশ বাধা দিচ্ছে । অনেক জায়গাতেই তৃণমূলের নেতারা চালের গাড়ি আটকে দিচ্ছে । এই কথা শোনেন, BJP-র তিন জন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ । কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন প্রতিটি লোকসভা কেন্দ্রে একদম গরিব মানুষদের চাল-ডাল খাবার পৌঁছাতে হবে । কোনওরকম জমায়েত করা যাবে না । জমায়েত না করেই এই কাজ করতে হবে ৷ এলাকার সাধারণ মানুষ ও বুথ স্তরের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ফোনে খোঁজ খবর নিতে হবে।

বৈঠকে রাজ্যের অবস্থা নিয়ে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বকে বিস্তারিত জানান । বলেন, কোরোনা ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচ করে নিজের প্রচার করছেন । তবে বঙ্গ BJP-র পক্ষ থেকে 10 হাজার প্যাকেট খাবার বিজেপির 39টি সাংগঠনিক জেলায় পাঠানো হয়েছে ।

কনফারেন্সে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, রূপা গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি-সহ BJP-র সমস্ত সাংসদরা এই বৈঠকে উপস্থিত ছিলেন । BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘‘কোরোনায় আমরা সবাই ঘরবন্দী । তাই সাংগঠনিক ভাবে একটা সমন্বয় তৈরি করতেই এই ভিডিয়ো কনফারেন্স । রাজ্যের সামগ্রিক বিষয় নিয়ে আজ আলোচনা হয় ৷’’

কলকাতা, 13এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্যের সামগ্রিক রিপোর্ট নিয়ে ভিডিয়ো কনফারেন্স করল বঙ্গ BJP ৷ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দশে এই বৈঠক হয় । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে এই বৈঠক হয় । মূলত, BJP-র 18 জন সাংসদদের থেকে নিজের এলাকাগুলির অবস্থা সম্পর্কে জানতে চায় BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব । সমস্ত সাংসদই নিজের নিজের এলাকার সামগ্রিক অবস্থা সম্পর্কে জানান ।

সূত্রের খবর, প্রতিটি সাংসদই এই কনফারেন্সে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ করেন তারা ত্রাণ বিলি করতে পারছেন না । বেশির ভাগ জায়গায় পুলিশ বাধা দিচ্ছে । অনেক জায়গাতেই তৃণমূলের নেতারা চালের গাড়ি আটকে দিচ্ছে । এই কথা শোনেন, BJP-র তিন জন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ । কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন প্রতিটি লোকসভা কেন্দ্রে একদম গরিব মানুষদের চাল-ডাল খাবার পৌঁছাতে হবে । কোনওরকম জমায়েত করা যাবে না । জমায়েত না করেই এই কাজ করতে হবে ৷ এলাকার সাধারণ মানুষ ও বুথ স্তরের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ফোনে খোঁজ খবর নিতে হবে।

বৈঠকে রাজ্যের অবস্থা নিয়ে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বকে বিস্তারিত জানান । বলেন, কোরোনা ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচ করে নিজের প্রচার করছেন । তবে বঙ্গ BJP-র পক্ষ থেকে 10 হাজার প্যাকেট খাবার বিজেপির 39টি সাংগঠনিক জেলায় পাঠানো হয়েছে ।

কনফারেন্সে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, রূপা গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি-সহ BJP-র সমস্ত সাংসদরা এই বৈঠকে উপস্থিত ছিলেন । BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘‘কোরোনায় আমরা সবাই ঘরবন্দী । তাই সাংগঠনিক ভাবে একটা সমন্বয় তৈরি করতেই এই ভিডিয়ো কনফারেন্স । রাজ্যের সামগ্রিক বিষয় নিয়ে আজ আলোচনা হয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.