ETV Bharat / state

"বাবা ভালো আছেন, সুস্থ আছেন" বললেন ভিক্টর ব্যানার্জির মেয়ে - Victor Banerjee

যেখানে ভিক্টর ব্যানার্জি ব্যস্ত তাঁর শুটিংয়ের কাজে, সেখানে এই ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়াল টলিউড ইন্ডাস্ট্রিতে । ভিক্টর ব্যানার্জি নাকি নেই । তিনি নাকি মারা গেছেন । যদিও খবরটি ভুয়ো বলে জানিয়েছেন তাঁর মেয়ে । ভুল খবর পোস্ট করেছেন জেনে ফেসবুক থেকে ডিলিট করলেন জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ গুন ।

ভিক্টর ব্যানার্জি
author img

By

Published : Jun 23, 2019, 4:30 PM IST

Updated : Jun 23, 2019, 7:28 PM IST

কলকাতা : একজন জলজ্যান্ত, সুস্থ মানুষকে "মেরে" দিল সোশাল মিডিয়া । সেই ব্যক্তি আর কেউ নন, প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জি । যেখানে ভিক্টর ব্যানার্জি ব্যস্ত তাঁর শুটিংয়ের কাজে, সেখানে এই ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়াল টলিউড ইন্ডাস্ট্রিতে । ভিক্টর ব্যানার্জি নাকি নেই । তিনি নাকি মারা গেছেন ।

খবরটা সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায় । প্রত্যেকেই কমেন্টে লিখতে শুরু করে দেন অভিনেতা সম্পর্কে নানা কথা । লিখতে থাকেন রেস্ট ইন পিস (RIP) ।

এদিকে চলচ্চিত্র জগৎ তখনও ধোঁয়াশায় । তাহলে কি সত্যি চলে গেলেন এই প্রখ্যাত প্রতিভাবান অভিনেতা যিনি একই সঙ্গে টলিউড, বলিউড ও হলিউডে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন ? কিন্তু দুপুরের দিকে জানা গেল পুরোটাই গুজব । ভিক্টর ব্যানার্জি সুস্থ আছেন । ব্যস্ত রয়েছেন শুটিংয়ে ।

এই সংক্রান্ত খবর : আমার মৃত্যুর ভুয়ো খবর আমাকে জনপ্রিয় করেছে : ভিক্টর

ফেসবুকে পোস্ট হওয়া খবরগুলোর একটিতে কমেন্ট করে সেই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভিক্টর ব্যানার্জির মেয়ে কেয়া ব্যানার্জি পণ্ডিত । তিনি কমেন্টে লিখেছেন, "এটা সম্পূর্ণ মিথ্যা খবর । আমার বাবা ভালো আছেন । সুস্থ আছেন ।"

Victor Banerjee
ভিক্টর ব্যানার্জির মেয়ে কেয়া ব্যানার্জি পণ্ডিতের কমেন্ট

ভিক্টর ব্যানার্জির মৃত্যুর ভুয়ো খবর যারা সোশাল মিডিয়ায় দিয়েছিলেন তাঁদের মধ্যে একজন জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ গুন । ETV ভারতের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে খবরটি ভুয়ো জানানোর পর তিনি বলেন, "আমি ফেসবুকে পোস্ট দেখলাম তিনি মারা গেছেন । দেখে খারাপ লাগায় আমিও ফেসবুকে তাঁর ছবি দিয়ে পোস্ট করি । আমি এখনই ডিলিট করে দিচ্ছি আমার পোস্ট। সঠিক খবরটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ ।" এরপরই তিনি পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দেন ।

কলকাতা : একজন জলজ্যান্ত, সুস্থ মানুষকে "মেরে" দিল সোশাল মিডিয়া । সেই ব্যক্তি আর কেউ নন, প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জি । যেখানে ভিক্টর ব্যানার্জি ব্যস্ত তাঁর শুটিংয়ের কাজে, সেখানে এই ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়াল টলিউড ইন্ডাস্ট্রিতে । ভিক্টর ব্যানার্জি নাকি নেই । তিনি নাকি মারা গেছেন ।

খবরটা সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায় । প্রত্যেকেই কমেন্টে লিখতে শুরু করে দেন অভিনেতা সম্পর্কে নানা কথা । লিখতে থাকেন রেস্ট ইন পিস (RIP) ।

এদিকে চলচ্চিত্র জগৎ তখনও ধোঁয়াশায় । তাহলে কি সত্যি চলে গেলেন এই প্রখ্যাত প্রতিভাবান অভিনেতা যিনি একই সঙ্গে টলিউড, বলিউড ও হলিউডে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন ? কিন্তু দুপুরের দিকে জানা গেল পুরোটাই গুজব । ভিক্টর ব্যানার্জি সুস্থ আছেন । ব্যস্ত রয়েছেন শুটিংয়ে ।

এই সংক্রান্ত খবর : আমার মৃত্যুর ভুয়ো খবর আমাকে জনপ্রিয় করেছে : ভিক্টর

ফেসবুকে পোস্ট হওয়া খবরগুলোর একটিতে কমেন্ট করে সেই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভিক্টর ব্যানার্জির মেয়ে কেয়া ব্যানার্জি পণ্ডিত । তিনি কমেন্টে লিখেছেন, "এটা সম্পূর্ণ মিথ্যা খবর । আমার বাবা ভালো আছেন । সুস্থ আছেন ।"

Victor Banerjee
ভিক্টর ব্যানার্জির মেয়ে কেয়া ব্যানার্জি পণ্ডিতের কমেন্ট

ভিক্টর ব্যানার্জির মৃত্যুর ভুয়ো খবর যারা সোশাল মিডিয়ায় দিয়েছিলেন তাঁদের মধ্যে একজন জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ গুন । ETV ভারতের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে খবরটি ভুয়ো জানানোর পর তিনি বলেন, "আমি ফেসবুকে পোস্ট দেখলাম তিনি মারা গেছেন । দেখে খারাপ লাগায় আমিও ফেসবুকে তাঁর ছবি দিয়ে পোস্ট করি । আমি এখনই ডিলিট করে দিচ্ছি আমার পোস্ট। সঠিক খবরটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ ।" এরপরই তিনি পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দেন ।

Intro:একজন জলজ্যান্ত, সুস্থ, সবল, মানুষকে মেরে দিল সোশ্যাল মিডিয়া। ব্যক্তি আর কেউ নন ম, প্রখ্যাত বাঙালি অভিনেতা ভিক্টর ব্যানার্জি।


Body:যেখানে ভিক্টর ব্যানার্জি ব্যস্ত তাঁর শুটিংয়ের কাজে, কোথা থেকে ভুয়া খবর উড়ে এসে চাঞ্চল্য সৃষ্টি করল। ভিক্টর ব্যানার্জি নাকি নেই। তিনি নাকি মারা গেছেন।

খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। প্রত্যেকেই কমেন্টে লিখতে শুরু করে দেন অভিনেতা সম্পর্কে নানা কথা। লিখতে থাকেন রেস্ট ইন পিস (RIP)।

এদিকে চলচ্চিত্র জগৎ তখন ধোঁয়াশায়। তাহলে কি সত্যি চলে গেলেন এই কিংবদন্তি অভিনেতা? খুশির খবর এটাই ভিক্টর ব্যানার্জি এখন সুস্থ আছেন এবং তিনি ভীষণ ভাবে বেঁচে আছেন। ব্যস্ত আছেন শুটিংয়ের কাজে।

ফেসবুকে পোস্ট হওয়া খবরগুলোর একটিতে কমেন্ট করে সেই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভিক্টর ব্যানার্জীর মেয়ে কেয়া ব্যানার্জি পণ্ডিত।


Conclusion:এই সেই কমেন্ট :

তবুও নেটিজেনরা ক্ষান্ত হননি। বলেই চলেছেন, RIP ভিক্টর ব্যানার্জি।
Last Updated : Jun 23, 2019, 7:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.